সিটি কর্পোরেশনের গাড়িতে কলেজ ছাত্রের মৃত্যু ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন।

Описание к видео সিটি কর্পোরেশনের গাড়িতে কলেজ ছাত্রের মৃত্যু ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন।

ঢাকা থেকে স্টাফ রিপোর্টার মোঃ মনিরুজ্জামানের পাঠানো ভিডিও চিত্রে এস এ টিভি বাংলার প্রতিবেদন।

রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের ময়লা বহনকারী গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের নাঈম হাসান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৪তারিখ বেলা সাড়ে ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে দুপুর সোয়া ১২টা নাগাদ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত নাঈম হাসান নটরডেম কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি লক্ষিপুর জেলার রামগঞ্জে।দূর্ঘটনার পর ঘাতক গাড়ি ও চালককে আটক করে পুলিশ। প্রত্যক্ষ দর্শিদের অভিযোগ পুলিশ কিংবা ট্রাফিক পুলিশের কেউই আতহ নাঈমকে হাসপাতালে নিতে সহযোগিতা করেননি।


পরে সড়কে সহপাঠির মৃত্যুর ঘটনায় ২৪ শে নভেম্বর ঢাকার সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা পল্টনের রাস্তা অবরোধ করে ব্যাপক আন্দোলন করে নিরাপদ সড়ক এবং চালকের শাস্তির দাবিতে।


এছাড়াও ২৫ নভেম্বর সকাল ৭ঃ৩০ মিঃ থেকে সরাদিন ফার্মগেট এলাকার সকল রাস্তা আটকে রেখে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এসময় ফার্মগেট সহ আসেপাশের সকল রাস্তা বন্ধ করে দেয় তারা। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চালকের শাস্তির দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিগত সড়ক দুর্ঘটনার কথাও তুলে ধরে। আন্দোলনে ২৪ঘন্টার মধ্যে ঘাতক গাড়ির চালকের বিচারকার্যকর করতে আল্টিমেটম দেয় শিক্ষার্থীরা নতুবা ২৭ নভেম্বর আবারও রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দেয় তাঁরা।




ঢাকা ফার্মগেট থেকে গতকাল পর্যন্ত সর্বশেষ তথ্যে এস এ টিভি বাংলা'র প্রতিবেদন।

Комментарии

Информация по комментариям в разработке