নবদ্বীপ-মায়াপুরের কোন দুটি জায়গা দর্শন করলে আর পুর্নজন্ম হয়না। visit, By Abhaycharan Nitai Das

Описание к видео নবদ্বীপ-মায়াপুরের কোন দুটি জায়গা দর্শন করলে আর পুর্নজন্ম হয়না। visit, By Abhaycharan Nitai Das

হরেকৃষ্ণ, Guru Krishna Kripa ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।

শ্রীধাম নবদ্বীপ হল অভিন্ন বৃন্দাবন ধাম। কারণ রাধাকৃষ্ণের মিলিত তনু স্বয়ং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু রুপে মায়াপুরে শচীগর্ভে অবতীর্ণ হয়েছিলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে, এই চ্যানেলের মাধ্যমে আমরা কলিযুগপাবনবতারি শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর আদর্শ ও শিক্ষাকে, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) – এর প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কতৃক পরিচালনার ভিত্তিতে সারা পৃথিবীতে বাংলা ভাষায় প্রচার করা। তাছাড়াও আমরা বিভিন্ন প্রকার শাস্ত্রসমূহের শিক্ষা ও পূর্বতন আচার্যবৃন্দের শিক্ষার ভিত্তিতে বিভিন্ন প্রকার অনু্ষ্ঠান নির্মাণ ও উপস্থাপনের চেষ্টা করব।

আপনারা জানেন ইসকন একটি বৈশ্বিক সনাতন পরিবার, আমরাও সেই পরিবারের একজন সদস্য হিসেবে শ্রীল প্রভুপাদ ও শ্রীল গুরুমহারাজের সন্তুষ্টি বিধানের চেষ্টা করব। আমরা চেষ্টা করব সারা পৃথিবী ব্যাপী কিভাবে সনাতন ধর্ম প্রচার ও প্রসার হচ্ছে তা আপনাদের সামনে উপস্থাপন করার। আমাদের মনে ধর্ম বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগ্রত হয়, আমরা চেষ্টা করব বিভিন্ন প্রকার অনুষ্ঠানের মাধ্যমে সেই সকল প্রশ্নের সমাধান করা।

আমাদের বিশ্বাস, আমাদের এই পথচলায় আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন এবং যার যার অবস্থানে থেকে এ চ্যানেলের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 🙏

Комментарии

Информация по комментариям в разработке