IPE Subject Review || IPE এর ভবিষ্যৎ ও জব মার্কেট

Описание к видео IPE Subject Review || IPE এর ভবিষ্যৎ ও জব মার্কেট

আইপিই (IPE) এর সাবজেক্ট রিভিউ, আইপিই এর ভবিষ্যৎ এবং BAUST এর IPE:
আইপিই যার পূর্ণ নাম ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং, বাংলায় শিল্প ও উৎপাদন প্রকৌশল। কারো যদি আইপিই সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকে লেখাটা মূলত তাদের জন্য। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্জিনিয়ারিং শুনার সাথে সাথেই অনেকে বলে ফেলবে, ও আচ্ছা, ইন্ডাস্ট্রিতে জব করবে কিন্তু কথাটি সম্পূর্ণ ঠিক নয়। আইপিই সম্পর্কে পরিস্কার ধারণা দিতে এবং আইপিই সম্পর্কে প্রচলিত ভুল ধারণা গুলো দূর করতে এই পোস্টটি লেখা।
আইপিই হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্ট এর সমন্বয়- এক কথায় ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, যা বর্তমানে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং জগতে এক আলোচিত সাবজেক্ট। আইপিই বুয়েটের অন্যতম জনপ্রিয় একটি বিভাগ এবং অন্যান্য সাবজেক্টকে অতিক্রম করে কুয়েট, রুয়েট, শাবিপ্রবি, যবিপ্রবিসহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতেও প্রথম সারির সাবজেক্ট হিসেবে অবস্থান করছে। আইপিই এর ‘ইন্ডাস্ট্রিয়াল’ যে অংশটা রয়েছে তার মূল লক্ষ্যই হচ্ছে এসব রিসোর্সে (ম্যান, মেশিন, ম্যাটিরিয়ালস, মেথড এবং মানি যাহাকে সংক্ষেপে 5M বলা হয়) এর সর্বোত্তম ব্যবহার। এইসব রিসোর্স যোগাড় করাটা কিন্তু চাট্টিখানি কথা না। তবে এগুলো যোগাড় করাটা যতটা কঠিন তারচেয়ে আরো কঠিন হচ্ছে এগুলো ম্যানেজ করা। এখানেই জাদুকরের ভূমিকায় অবতীর্ণ হয় আইপিই গ্রাজুয়েট। একটা ফ্যাক্টরিতে ঠিক কি পরিমাণ ওয়ার্কার থাকলে কাজ পারফেক্ট হবে, কোন একটা প্রোজেক্টে কাকে কি দায়িত্ব দিতে হবে, ঠিক কিভাবে প্ল্যান করলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজেক্ট নামানো যাবে, যদি প্ল্যানিং এ কোন চেঞ্জ আসে তখনই বা কি হবে, Factory Layout কি রকম হলে প্রোডাক্টিভিটি/প্রোডাকশন ইফিসিয়েন্সি আগের থেকে বাড়বে, ঠিক কি পরিমাণ প্রোডাক্ট মজুদ (Inventory) থাকলে সেটা মার্কেট ডিমান্ডকে কভার করে ফেলতে পারবে, প্রোডাকশনের টার্গেটই বা কত হওয়া উচিৎ এই সব কিছুরই ম্যাথমেটিকাল মডেলিং নিয়ে আইপিই তে আপনি পড়বেন, লাস্ট ইয়ারে এসে রিসার্চ করবেন, যে রিসার্চ আপনাকে Higher Study তে প্রফেসর ও ফান্ড পেতে সহায়তা করবে এবং আপনাকে গ্রাজুয়েশন শেষ করার পর একটি ভালো জব পেতে অনেক সহায়তা করবে।
প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয় প্রোডাকশন রিলেটেড জিনিসগুলো । একটা প্রোডাক্ট বানাতে যে কাঁচামাল লাগে তা থেকে শুরু করে একদম ক্রেতার হাতে তুলে দেওয়া পর্যন্ত সব ধাপগুলোর ম্যানেজমেন্ট আপনি এখানেই শিখবেন।
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিংএ সাবজেক্ট হিসেবে ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রোডাক্ট ডিজাইন, অপারেশন রিসার্চ, CAD, CAM, ইঞ্জিনিয়ারিং ইকোনোমি, স্ট্যাটিসটিক্স, ইন্ডাসট্রিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, এনভায়রনমেন্টাল এন্ড ইন্জিনিয়ারিং ইথিক্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট, Engineering Mechanics, থার্মোডায়নামিক্স, Fundamentals of Electric Circuit Analysis, Electrical Machines, C Programming, Numerical Analysis সহ আরও অনেক বিষয় পড়ানো হয়। এছাড়াও আপনাকে এখানে বিভিন্ন গ্রপে মিলে ক্যাপস্টোন প্রজেক্ট করতে হবে এবং ৬ষ্ঠ সেমিস্টার শেষ করে আপনাকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করতে হবে। যদি আপনি ইন্টার্নিতে ভালো পারফর্ম করতে পারেন তাহলে আপনাকে ঐ কোম্পানি থেকেই অফার করবে, যে আপনি গ্রাজুয়েশন শেষ করে আমাদের ফ্যাক্টরিতে জয়েন করতে পারেন।

পরিসখ্যানে দেখা গেছে ,বাংলাদেশে প্রায় ৩৫০০ ইন্ডাস্ট্রি আছে। যার মধ্যে এখনো প্রায় ৩০০০ এর উপরে বিভিন্ন ম্যানুফেকচারিং ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার দরকার। শুধুমাত্র একটা IE (Industrial Engineer) এর অভাবে কোম্পানীগুলো অন্যান্য কোম্পানীর থেকে কম করে হলেও 10% কম লভ্যাংশ পাচ্ছে। তাই গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই ইন্ডাস্ট্রিগুলো জবের অফার করে থাকে। আইপিই থেকে পড়ে ভাল চাকরী পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ।

বর্তমান সেমিস্টারের ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন 01769675566 অথবা 01793574531

Drone shoot courtesy @Touch The Cloud

Комментарии

Информация по комментариям в разработке