grafting of jackfruit tree / কাঠাল গাছে কলম পদ্ধতি

Описание к видео grafting of jackfruit tree / কাঠাল গাছে কলম পদ্ধতি

grafting of jackfruit tree / কাঠাল গাছে কলম পদ্ধতি

•• কাঁঠাল গাছের জোড় কলম পদ্ধতি, এই পদ্ধতিতে স্টক চারার সাথে সায়ন জোড়া লাগিয়ে করা হয়।
এই পদ্ধতির দ্বারা যে কলম চারাটি তৈরি করা হয় সেই চারাটি থেকে মাতৃগুণ সম্পন্ন ফল পাওয়া যায়।
অর্থাৎ সায়ন টি যেরকম ধরনের গুন সম্পন্ন মাতৃ গাছ থেকে নেওয়া হবে সেই রকম গুন সম্পন্ন ফল পাওয়া যাবে।
এবং কম সময়ে ফলনও বেশি পাওয়া যায়,খরচ ও পরিশ্রম কম হয়।

•• এই কলম পদ্ধতিতে জয়েন্ট ফাটলের দু'দিক দিয়ে জোড়া লাগে এবং জয়েন্ট টি মজবুত হয় সহজে ভেঙ্গে যায় না।
•• গাছটি ছোটো আকারের ও শাখাপ্রশাখা বেশি হয়।

কাঁঠাল গাছের কলম -স্টক চারা
• ভালো কাঁঠালের বীজ থেকে চারা উৎপাদন করতে হবে।
• বীজ থেকে চারা উৎপাদন হওয়ার পর স্টক চারাটির বয়স ২-৩ সপ্তাহের হলেই সেটিতে কলম করা যাবে।
• স্টক চারাটি নিতে হবে ২-৩ সপ্তাহ বয়সের। অর্থাৎ স্টক চারাটি ২-৩ সপ্তাহ বয়সের হতে হবে।
• বড়ো কাঁঠাল গাছের নতুন গজিয়ে ওঠা ডালকে স্টক হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ জোড় কলম করা যায় নতুন গজিয়ে ওঠা ডালের মধ্যেও।

Комментарии

Информация по комментариям в разработке