পরিবারের_সঙ্গে_দক্ষিণেশ্বর_দর্শন_ও_বেলুড়মঠ_লঞ্চ_ভ্রমণ Dakhineswar temple visit and Launch travel

Описание к видео পরিবারের_সঙ্গে_দক্ষিণেশ্বর_দর্শন_ও_বেলুড়মঠ_লঞ্চ_ভ্রমণ Dakhineswar temple visit and Launch travel

আমার পরিবারের সাথে দক্ষিনেশ্বর গিয়েছিলাম পূজা দিতে। দক্ষিনেশ্বর কালী মন্দির বাংলার অন্যতম প্রধান তীর্থস্থান। রানি রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরটি তার স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত। এখানে এসে কালী মায়ের পূজা দিয়ে আমরা মনের শান্তি পেলাম।

পূজা শেষ করে আমরা সকালের টিফিন সেরে নিলাম। মন্দিরের আশেপাশে বেশ কিছু ভালো খাবারের দোকান আছে, যেখানে সুস্বাদু বাঙালি খাবারের স্বাদ নেওয়া যায়।

এরপর দক্ষিনেশ্বর থেকে বেলুড়মঠ পর্যন্ত লঞ্চ ভ্রমণের মজা উপভোগ করলাম। গঙ্গার বুকে লঞ্চে চড়ে বেলুড়মঠ পৌঁছানো সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। বেলুড়মঠে পৌঁছে আমরা স্বামী বিবেকানন্দের স্মৃতিচারণা করলাম এবং মঠের সৌন্দর্য উপভোগ করলাম।

এই সুন্দর যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।


**Hashtags**: #পরিবারের_সঙ্গে_দক্ষিণেশ্বর_যাত্রা #বেলুড়মঠ_লঞ্চ_ভ্রমণ #বাঙালির_পুজো #দক্ষিণেশ্বর_কালী_মন্দির #পরিবারের_ভ্রমণ #বাংলা_ভ্লগ#belurmath #dakhineswartemple #dakhinakali #dakhineswar #belur_math #belurmathkolkata #launchtravelbd #kolkatavlog #kolkatakalitemple

Комментарии

Информация по комментариям в разработке