এইভাবে কাঁকরোল ভাজি করলে সবাই চেটে পুটে খেয়ে নেবে/মজাদার কাঁকরোল রান্নার রেসিপি/Kakrol recipe

Описание к видео এইভাবে কাঁকরোল ভাজি করলে সবাই চেটে পুটে খেয়ে নেবে/মজাদার কাঁকরোল রান্নার রেসিপি/Kakrol recipe

এইভাবে কাঁকরোল ভাজি করলে সবাই চেটে পুটে খেয়ে নেবে/মজাদার কাঁকরোল রান্নার রেসিপি/Kakrol recipe

যা যা লাগবে-
১। কাঁকরোল ৫০০গ্রাম
২। পেঁয়াজ কুচি ১/২ কাপ
৩। হলুদ গুড়া ১ চা চামচ
৪। মারিচ গুড়া ১ চা চামচ
৫। আদা বাটা ১/২ চা চামচ
৬। রসুন বাটা ১/২ চা চামচ
৭। জিরা গুড়া ১/২ চা চামচ
৮। ধনিয়া গুড়া ১/২ চা চামচ
৯। কাচা মরিচ কুচি ৫/৬ টা
১০। ধনিয়া পাতা কুচি
১১। সরিষার তেল ১/২ কাপ
১২। লবণ স্বাদমত

কাঁলরোলের পুষ্টিদান
ছোট কাঁঠালের মতো দেখতে কাঁটা কাঁটা সবুজ রঙ্গের একটি সবজি কাঁকরোল। এতে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, লুটেইন, জেনান্থিন প্রভৃতি থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
বিশেষজ্ঞদের মতে, কাঁকরোলে টমেটোর চেয়ে ৭০ গুণ বেশি লাইকোপিন থাকে, গাজরের চেয়ে ২০ গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে, কমলার চেয়ে ৪০ গুণ বেশি ভিটামিন সি থাকে এবং ভুট্টার চেয়ে ৪০ গুণ বেশি জিয়াজেন্থিন থাকে।
তবে আর দেরি না করে চলুন জেনে নেই কাঁকরোলের পুষ্টিগুণ সম্পর্কে।
১. কোলেস্টেরলের মাত্রা কমায় যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি বা যাদের উচ্চমাত্রার কোলেস্টেরলের রয়েছে তাদের নিশ্চিন্তে কাঁকরোল খেতে পারেন। এটি উচ্চমাত্রার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
২. দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় কাঁকরোলে চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন, বিটাক্যারোটিন ও অন্যান্য উপাদান থাকে, যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করার পাশাপাশি চোখের ছানি প্রতিরোধেও সাহায্য করে।
৩. ক্যান্সার প্রতিরোধ করে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কাঁকরোলের পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিকে ধীর গতির করতে পারে। এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে, যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে। এজন্যই কাঁকরোলকে ‘স্বর্গীয় ফল’ আখ্যা দেয়া হয়।
৪. তারুণ্য ধরে রাখে কোষের কার্যক্রমকে উদ্দীপিত করার মাধ্যমে এবং স্ট্রেস কমানোর মাধ্যমে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতির করতে সাহায্য করে কাঁকরোল। কোলাজেনের গঠনকে পুনর্নির্মাণের মাধ্যমে বয়সের ছাপ প্রতিরোধেও ভূমিকা রাখে এটি।
৫. অ্যানেমিয়া প্রতিহত করে কাঁকরোলে প্রচুর আয়রন থাকার পাশাপাশি ভিটামিন সি ও ফলিক এসিড ও থাকে। এ কারণে নিয়মিত এটি খেলে অ্যানেমিয়ার প্রতিহত করা সম্ভব হয়।
৬. বিষণ্ণতা প্রতিহত করে কাঁকরোলে সেলেনিয়াম, মিনারেল এবং ভিটামিন থাকে, যা নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তাই বিষণ্ণতার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে কাঁকরোল।
৭. কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রতিরোধ করে যেহেতু কাঁকরোলে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই এটি কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে। সক্রিয় জীবনযাপনের পাশাপাশি কাঁকরোল খাওয়া হৃদস্বাস্থ্যের জন্যও উপকারী।

................................................................................................................
More tags
কাঁকরোলের তরকারি রেসিপি, কাঁকরোলের পুর রেসিপি,কাকরল সবজি,কাঁকরোল রান্না,কাঁকরোল তরকারি,কাঁকরোল রান্নার রেসিপি,কাঁকরোল ভাজা,কাঁকরোল ভাজি,ভাজি,kakrol recipe bengali,sobji recipe bangla,kakrol recipe,kakrol rannar bengali recipe,kakrol torkari,kakrol ranna,bengali kakrol recipe,bengali recipe,kakrol recipe,kakrol vaja,bengali veg recipes,veg recipes,niramish recipe,bengali niramish recipe,bangalir ranna banna,ranna banna,ranna recipe,bengali dish,village food,veg recipe,village cooking,indian recipe,vegetarian cooking,traditional village food,easy recipe,traditional village cooking,village foods,village cook,cooking recipe,kakrolrecipe in bengali,karela dorma recipe,karela dolma recipe,village style dorma recipe,মেঘনার রান্নাঘর

Комментарии

Информация по комментариям в разработке