FLUTICA NASAL SPRAY | নাকের পলিপাস চিকিৎসার ঔষধ |

Описание к видео FLUTICA NASAL SPRAY | নাকের পলিপাস চিকিৎসার ঔষধ |

নাকের পলিপ রোগের বিরুদ্ধে বাজারের সেরা ঔষধ টি হল ফ্লুটিকা ন্যাজাল স্প্রে । একজন ডাক্তার সফলতার সাথে এই ন্যাজাল স্প্রে টি প্রেস্কক্রিপশন করে থাকেন। ফ্লুটিকা ন্যাজাল স্প্রে টি বাজারে নিয়ে এসেছে এরিষ্টো ফার্মা লিমিটেড। আর প্রতিবার স্প্রেতে পাওয়া যায় ২৭.৫ মাইক্রোগ্রাম ফ্লুটিকাসন ফিউরয়েট।

ফ্লুটিকা ন্যাজাল স্প্রে ব্যবহার এ নাকের #পলিপ, সিজনাল এবং পেরিনিয়াল এলারজিক রাইনাইটিস দূর হয়ে যায়। এর ফলে মাথা ব্যথা, হাচি, কাশি, নাকের দুরঘন্ধ চলে যায় এবং নাক খুলে যায়। নাক দিয়ে শ্বাস নেয়া বা ছাড়া যায় খুবি আরাম ভাবে।

#ফ্লুটিকা ন্যাজাল স্প্রে ব্যবহার করাও খুবই সহজ। যাদের বয়স ১২ বছরের উপরে তারা প্রতি নাকের ছিদ্রে ২ টা স্প্রে করতে হবে আর শুধু মাত্র দিনে একবার।রোগটির তীব্রতা কমে আসলে ১ টা স্প্রে দিনে একবার ব্যবহার করলেই হবে।

আর ২ বছরের উপরে কিন্তু ১২ বছরের নিচে তাদের ক্ষেত্রে প্রতি নাকের ছিদ্রে ১ টা স্প্রে করতে হবে দিনে একবার। এটি দিয়ে মোট ১২০ বার স্প্রে করা যায়। মোটামোটি ১ থেকে দের মাস ব্যবহারে এই রোগ থেকে মুক্তি সম্ভব।
সঠিক ডোজ সম্পর্কে জানতে ব্যবহার করার আগে একজন ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।


তবে ফ্লুটিকা ন্যাজাল স্প্রে ব্যবহার এর ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।আর আপনি যদি প্রেগ্ন্যাসি ও স্তন দান কারী মা হয়ে থাকেন তাহলে এটি ব্যবহার এর আগে একজন ডাক্তারের পরামর্শ নিন। কারন এই সময়ে আপনি ফ্লুটিকা ন্যাজাল স্প্রে টি ব্যবহার এর উপযোগী কিনা তা আপনার শারীরিক কন্ডিশন দেখে তিনি বলে দিবেন।

ফ্লুটিকা ন্যাজাল স্প্রে ব্যবহার এর আগে বোতল টি ভালো করে ১০ সেকেন্ড সময় ধরে ঝাকিয়ে নিতে হবে।
আর ফ্লুটিকাসন ফিউরয়েট এর প্রতি অতি সংবেদনশীল থাকলে এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এছাড়া নাক দিয়ে রক্ত পড়ার অসুখ থাকলে, নাকের আলসার, সারজারি, বা ক্ষত থাকলে ঔষধ টি ব্যবহার করা যাবে না।

আর এটি ব্যবহার এ তেমন কোন প্রারশ প্রতিক্রিয়া নেই৷ তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা,নাকে ব্যথা,পানি পড়া ইত্যাদি হতে পারে। লক্ষন গুলি বেশি মাত্রায় ধারন করলে ব্যবহার বন্ধ করে আপনার ডাক্তারকে বিষয়টি অবহিত করুন।

ফ্লুটিকা #ন্যাজাল স্প্রে আপনার কাছের যে কোনো ঔষধ এর দোকানেই পাবেন। কেনার আগে এর উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তির্ন তারিখ দেখে ক্রয় করুন। এর সকল ঔষধ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার বা সেবন করুন এবং শিশুদের নাগালে বাইরে রাখুন।

ফ্লুটিকা ন্যাজাল স্প্রে এর মুল্য ২৫০ টাকা মাত্র। কেনার পর ঔষধ টি ভালো ভাবে সংরক্ষণ করুন। এবং কিছু দিন পর পর ডাস্ট কভার ও এপ্লিকেটর টি পরিষ্কার করুন।

Flutica Nasal Spray
নাকের পলিপাস চিকিৎসার ঔষধ
নাকের পলিপাস দূর করার ঔষধ
flutica uses
flutica spray uses
নাকের মাংস কমানোর উপায়
নাকের মাংস বাড়ার চিকিৎসা
নাকের মাংস বৃদ্ধির লক্ষণ
nasal spray
নাকের পলিপাস এর চিকিৎসা
নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা
নাকের পলিপাস দূর করার উপায়
নাকের পলিপাস দূর করার উপায়
নাকের পলিপাস হোমিও চিকিৎসা
নাকের পলিপাস দূর করার প্রাকৃতিক উপায়
nose polyps treatment bangla
nasal polyps treatment


নাকের মাংস বৃদ্ধি অপারেশননাকের স্প্রে | momeson nasal spray | নাকের স্প্রে ব্যবহারের নিয়ম | momeson nasal spray bangla | মোমেসন ন্যাসাল স্প্রে উপাদান | নাকের স্প্রের নাম | neotison এর কাজ কি | nasal spray ব্যবহারের নিয়ম | Flutica Nasal Spray | flutica spray uses | flutica uses | নাকের পলিপাস চিকিৎসার ঔষধ | নাকের পলিপাস হোমিও চিকিৎসা | নাকের মাংস বাড়ার চিকিৎসা | flonase allergy | fluticasone propionate | nasal spray | nose spray | how to use nasal spray | fluticasone nasal spray price | flutica nasal spray price

#fliutica
#flutica_nasal_spray
#nasal_spray
#blocked_nose
#fluticasone
#fluticasone_nasal_spray

Комментарии

Информация по комментариям в разработке