বল | Physics | M. Mashrur Hussain | SSC'23 | লক্ষ্য জিপিএ-৫ | Shikho

Описание к видео বল | Physics | M. Mashrur Hussain | SSC'23 | লক্ষ্য জিপিএ-৫ | Shikho

আজকের এই ক্লাসে মূলত নিউটনের সূত্রাবলী, বলের প্রকারভেদ, শক্তি ও ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, মহাকর্ষ বল ও মহাকর্ষীয় সূত্র এবং ঘর্ষণ বল নিয়ে আলোচনা হয়েছে। এবং বরাবরের মতই ক্লাসটি নিয়েছেন তোমাদের সবার প্রিয় মাশরুর ভাই । ক্লাসের একদম শুরু থেকেই তোমরা দেখো, নিউটনের সূত্রাবলী ও বিভিন্ন প্রকার বল নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। এরপর উদাহরণ সহ ঘর্ষণ বল এর ব্যাখ্যা এবং শক্তি ও ভরবেগের সংরক্ষণশীলতা নীতি বিশ্লেষণ এর মাধ্যমে বুঝানো হয়েছে কেন এই টপিক টি তোমার SSC পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা SSC ২৪ এবং ২৫ ব্যাচের student আছো, আশা করি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের গতি চ্যাপ্টারে ইতিমধ্যে দেখে ফেলেছ এই টপিক গুলো নিয়ে কত তথ্য দেয়া আছে।
এরকমই দারুণ সব ক্লাস রেগুলার পেতে সাবস্ক্রাইব করো শিখোর ইউটিউব চ্যানেলে।

Комментарии

Информация по комментариям в разработке