কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা।। শ্রাবস্তী শুচি

Описание к видео কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা।। শ্রাবস্তী শুচি

" আজো পৃথিবীতে দখলীকরণ, ক্ষমতায়ন ও ধর্মবাজদের দম্ভের ঘটনাপ্রবাহ অব্যাহত। রবীন্দ্রনাথ এই বাস্তবতার ইশারাও কবিতায় গেঁথে দিয়েছেন। ধর্মাধিকার যে মানুষের অন্তর্সত্তার উৎসারণ -কেড়ে নেয়া বা চাপিয়ে দেয়ার বিষয় নয়, সেটিও উক্ত মর্মবস্তুতে নিহিত এবং শিল্পীকে তাঁর শিল্পকাজ থেকে বঞ্চিত করার ক্ষমতাও দেবতার কাছে গ্রহণীয় নয়। শিল্পীই তাঁর শিল্পকাজের প্রথম পূজারি ও শেষ প্রণতির অধিকারী।
কালি ও কলম থেকে নেয়া।

Комментарии

Информация по комментариям в разработке