সংখ্যা পদ্ধতি - Number System | Digit - অঙ্ক, Base - ভিত্তি
HSC ICT | 3'rd chapter - এইচএসসি আইসিটি । ৩য় অধ্যায়
নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন দ্বারা কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।
অথবা,
যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় বা প্রকাশ করা হয়, তাকে সংখ্যা পদ্ধতি বলে।
অথবা,
কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যাপদ্ধতি বলা হয়।
সংখ্যা পদ্ধতির দুই প্রকার। যথাঃ
ক) পজিশনাল।
খ) নন- পজিশনাল।
ক) পজিশনালঃ যে সংখ্যার পদ্ধতিতে মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং উহার স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে ।
পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার (৪) ধরনেরঃ
১) বাইনারি= যে সংখ্যা পদ্ধতিতে ০ এবং ১ দুটি ব্যবহার করা যায় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে । এর বেজ ২ ।
২) অকট্যাল = যে সংখ্যা পদ্ধতিতে (০,১,২,৩,৪,৫,৬,৭) ৮টি সংখ্যা ব্যবহার করা যায় তাকে অকট্যাল সংখ্যা পদ্ধতি বলে । এর বেজ ৮।
৩) ডেসিমাল বা দশমিক = যে সংখ্যা পদ্ধতিতে (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯) ১০টি সংখ্যা ব্যবহার করা যায় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে । এর বেজ ১০ ।
৪) হেক্সাডেসিমাল = যে সংখ্যা পদ্ধতিতে (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F) ১৬টি সংখ্যা ব্যবহার করা যায় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এর বেজ ১৬ ।
খ) নন- পজিশনালঃ যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহিত চিহ্ন বা বেজ নাই তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে ।
যেমনঃ হায়ারগ্লিফিক্স , মিসরীয় সংখ্যা ইত্যাদি।
সংখ্যা পদ্ধতি,number system,সংখ্যা পদ্ধতি - number system,digit - অঙ্ক,base - ভিত্তি,সংখ্যা পদ্ধতির রূপান্তর,ডিজিট,সংখ্যা,number,conversion of number system,conversion of number systems,রূপান্তর,পদ্ধতি,system,hsc ict,hsc,ict,আইসিটি,এইচএসসি,৩য় অধ্যায়,তৃতীয় অধ্যায়,decimal,binary,octal,hexa-decimal,hexadecimal,ডেসিম্যাল,ডেসিমাল,বাইনারি,বাইনারী,দশমিক,অক্টাল,হেক্সা-ডেসিমাল,হেক্সাডেসিম্যাল,bangla,ict class,সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস,বেস,সংখ্যা পদ্ধতি 10 minute school
decimal
binary
octal
hexadecimal
hexa-decimal
ডেসিম্যাল
ডেসিমাল
দশমিক
হেক্সাডেসিমাল
হেক্সা-ডেসিমাল
হেক্সাডেসিম্যাল
হেক্সা-ডেসিম্যাল
Информация по комментариям в разработке