"শেষ গল্পটাই তুমি"♥️নিজের প্রাক্তনকে দেখেছে। বন্যাকে চুপ থাকতে দেখে আদিত্য আবার প্রশ্ন করে।

Описание к видео "শেষ গল্পটাই তুমি"♥️নিজের প্রাক্তনকে দেখেছে। বন্যাকে চুপ থাকতে দেখে আদিত্য আবার প্রশ্ন করে।

"শেষ গল্পটাই তুমি"♥️নিজের প্রাক্তনকে দেখেছে। বন্যাকে চুপ থাকতে দেখে আদিত্য আবার প্রশ্ন করে।



সামনের মানুষটাকে দেখে তার ঘুম জানালা দিয়ে পালিয়ে যায়। লাফিয়ে উঠে বসে সে। কয়েকটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে
-আদিত্য আপনি?

আদিত্য ঠিক তার সামনে চোখ-মুখ শক্ত করে বসে আছে। যদিও বন্যার ওপর সে রেগে নেই। আসলে বন্যার ওপর সে রেগে থাকতে পারে না। তবুও মেয়েটাকে একটু শাসন করা দরকার।
আদিত্য গম্ভীর গলায় বলে
-তুমি এক মা চলে এসেছো কেন? আমিতো যেতামই তোমাকে নিতে। একটু অপেক্ষা করতে পারতে।

বন্যা কি বলবে বুঝতে পারে না। সে কীভাবে আদিত্যকে বলবে যে আজ সে শাবাবকে দেখেছে। নিজের প্রাক্তনকে দেখেছে। বন্যাকে চুপ থাকতে দেখে আদিত্য আবার প্রশ্ন করে।
-বাসায় আসার এত কীসের তাড়া ছিল?

মহিমা বেগমের আগমনে কথাটা ধামাচাপা পড়ে যায়। মহিমা বেগম তাদের দুজনের উদ্দেশ্যে বলেন
-দুজনের কাণ্ড দেখেছো! দুপুর গড়িয়ে বিকেল হতে চলল অথচ দুজনের একজনেরও পেটে দানাপানি দেয়ার কথা মনে নেই। আর বন্যা, তুই আদিত্যর একটু খেয়াল রাখবি না বলতো। ছেলেটা সেই কখন এসেছে। অথচ এখনো মুখে কিছু তুললো না।

দীর্ঘ দুই ঘণ্টা ধরে কফিশপে বসে আছে অদিতি। এতক্ষণে চার গ্লাস কফি সে সাবার করে ফেলেছে। অথচ কাঙ্ক্ষিত মানুষটির আসার কোনো নাম-গন্ধ নেই। বিরক্তিতে অদিতি চোখমুখ কুচকে ফেলে। মানুষটা কি সব জায়গায় এমন দেরি করে নাকি শুধু তার সাথে দেখা করতে বললেই এমন দেরি করে?

Комментарии

Информация по комментариям в разработке