রাতে থাকার দারুন কটেজ, কংসাবতী নদী, নৌকো চাপা, বহু প্রাচীন মন্দির, স্থাপত্য, কলকাতার কাছেই || PATHRA

Описание к видео রাতে থাকার দারুন কটেজ, কংসাবতী নদী, নৌকো চাপা, বহু প্রাচীন মন্দির, স্থাপত্য, কলকাতার কাছেই || PATHRA

Pathra The Temple village / West Midnapur / West Bengal / One day Tour / মন্দিরময় পাথরা /পশ্চিম মেদিনীপুর / পশ্চিমবঙ্গ / এক দিনের ট্যুর

মন্দিরময় পাথরা ( MONDIRMOY PATHRA ) হলো পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম। এক দিনের ট্যুর হিসাবে কলকাতার কাছে দারুন একটা জায়গা। এখানে প্রায় ৩০০ বছরের পুরানো প্রচুর মন্দির রয়েছে। সেসব মন্দিরের টেরাকোটার কাজ দেখে মুগ্ধ হতে হয়। নবরত্ন, পঞ্চরত্ন, আটচালা, এরকম অনেক রকমের আদলেরই মন্দির এখানে বর্তমান। সমগ্র অঞ্চলটা সরকারি অধীনে চলে যাবার পর জায়গাটা আরো দৃষ্টিনন্দন হয়েছে। কংসাবতী নদীতে নৌকোভ্রমণ আপনার TOUR কে আলাদা মাত্রা দেবে। সব থেকে বড়ো কথা, মাস খানেকের মধ্যেই ওয়েস্ট বেঙ্গেল ট্যুরিজম ( WEST BENGAL TOURISM ) কতৃক কটেজ টিও চালু হয়ে যাবে।

পথনির্দেশ :- আমি যেহেতু ট্রেনে গেছি তাই হাওড়া থেকে ট্রেনে কি করে যাবেন সেটা বলছি। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে চলে আসুন খড়গপুর। সেখান থেকে মেদিনীপুরগামী গামী বাসে করে চলে আসুন আমতলা ক্ষুদিরাম পার্ক। দূরত্ব ৫ কিলোমিটার, বাস ভাড়া ২০ টাকা জনপ্রতি। ওখান থেকেই আপনি পাথরাগামী অটো পেয়ে যাবেন। আমতলা ক্ষুদিরাম পার্ক থেকে পাথরার দূরত্ব ৯ কিলোমিটার, অটো ভাড়া ২৫ টাকা জনপ্রতি। কলকাতা থেকে পাথরার দূরত্ব ১৩৫ কিলোমিটার।

ভ্রম সংশোধন :- ভিডিওর শেষে যে গ্রহরাজ মন্দির বলা হয়েছে, সেটা ধর্মরাজ মন্দির হবে। অনিচ্ছাকৃত এই ভুলটির জন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।

   • মাটির ঘর, বাঁশের ঘর, পাথরের ঘর, কংক্র...  

#pathra #mondirmoy_pathra #weekendtour

Комментарии

Информация по комментариям в разработке