কাঠ ও টিনের তৈরি যে স্থাপত্য বিমোহিত করছে দর্শণার্থীদের || ঠিকানা ডে আউটার্স || Thikana Day Outers

Описание к видео কাঠ ও টিনের তৈরি যে স্থাপত্য বিমোহিত করছে দর্শণার্থীদের || ঠিকানা ডে আউটার্স || Thikana Day Outers

পুষ্পঘেরা ঠিকানা ডে আউটার্স নির্মিত হয়েছে ঢাকার বাড্ডার বেরাইদ এলাকায় বালু নদীর কোলঘেঁষে। এর চারিদিকেই চোখে পড়ে নিচু জলাভূমি। আশপাশে অন্য কোনো স্থাপনা নেই, তাই বাইরে দাড়িয়ে বুকভরে নিশ্বাস যেমন নেয়া যায়, তেমনি দৃষ্টি নিক্ষেপ করার যায় অপার দিগন্তে।

রাজধানীর কলেজপড়ুয়া শিক্ষার্থী তায়্যেবা আফরিন শখের বশে তৈরি করেন ঠিকানা। এখন এটিই হয়ে উঠেছে নান্দনিক পর্যটন স্পট। নির্মল পরিবেশে সময় কাটানোর পাশাপাশি বাহারি খাবারের টেস্ট উপভোগ করার দারুণ সুযোগ রয়েছে এখানে। প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসছেন এই সৌন্দর্য উপভোগ করতে।

Contact email address for sponsorship, affiliate or other business purpose: [email protected]

#ঠিকানা #ঠিকানা_ডে_আউটার্স #কাঠের প্রাসাদ #thikana #thikana_day-outers

Комментарии

Информация по комментариям в разработке