Tora dekhe ja amina mayer kole with lyrics(তোরা দেখে যা আমিনা)নজরুল সংগীত|মাসুদা নার্গিস আনাম

Описание к видео Tora dekhe ja amina mayer kole with lyrics(তোরা দেখে যা আমিনা)নজরুল সংগীত|মাসুদা নার্গিস আনাম

গানঃ তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
শিল্পীঃমাসুদা নার্গিস আনাম
মূল শিল্পীঃআব্বাস উদ্দীন আহমেদ।
গ্রন্থাকারে সংকলনঃ জুলফিকার (আশ্বিন১৩৩৯)

মূল গানের লিরিক্সঃ

তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে।।

কুল মখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ,
কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এলো ঐ,
খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ,
আকাশ গ্রহ তারা পড়ে লুটে, কে এলো ঐ,
পড়ে দরুদ ফেরেশতা, বেহেশতে সব দুয়ার খোলে।।

মানুষে মানুষে অধিকার দিলো যে জন
"এক আল্লাহ ছাড়া প্রভু নাই," কহিল যে জন
মানুষের লাগি চির-দীন বেশ নিল যে জন
বাদশা ফকিরে এক শামিল করিল যে জন

এলো ধরায় ধরা দিতে সেই সে নবি
ব্যথিত মানবের ধ্যানের ছবি
আজি মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে।।



মূলগানের কথাটি বাংলা একাডেমি প্রণীত" নজরুল-রচনাবলী"-র চতুর্থ খণ্ড (৩০২পৃষ্ঠা) থেকে নেয়া হয়েছে।

Комментарии

Информация по комментариям в разработке