কক্সবাজারের দর্শনীয় স্থান | Cox's bazar tour | মহেশখালী দ্বীপ ভ্রমণ | Moheshkhali tourist spot | BD

Описание к видео কক্সবাজারের দর্শনীয় স্থান | Cox's bazar tour | মহেশখালী দ্বীপ ভ্রমণ | Moheshkhali tourist spot | BD

কক্সবাজারকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। আমরা যেভাবে স্বল্প সময়ে এবং স্বল্প বাজেটে কক্সবাজারের ৯০% ট্যুরিস্ট স্পট ঘুরে এসেছিলাম তারই গল্প শোনাব আজ। প্রথম দিন শ্রীমঙ্গল থেকে দুপুর ১টায় ট্রেনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করি এবং সেখানে পৌছাই সন্ধ্যা ৭.২৫/৩০ এ। তারপর চট্টগ্রাম শহরে ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে রাত ১২.৩০টার বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেই( NB. রাতের বাসে গেলে যানযট এভোয়েড করা যায় এবং দ্রুততর সময়ে কক্সবাজারে পৌছা যায়। তারপরদিন সকাল থেকে আপনারা কক্সবাজারে চিল করার সুযোগ পাবেন।)। এই রুটে মার্সা, সৌদিয়া, সেন্টমার্টিন এবং ইম্পিরিয়াল পরিবহনের সার্ভিস সবচেয়ে ভালো। এদের এসি, নন এসি, স্লিপার কোচ সবই আছে। দাম-দর করে টিকেট নিয়েন। কক্সবাজার গেলে অনেকেই ফেন্সি হোটেলে থাকতে চান। এক্ষেত্রে আমার মতামত হলো যেহেতু আপনি সারাদিন ই সমুদ্রে থাকবেন নাহয় এদিক সেদিক ঘুরাঘুরি করবেন সেক্ষেত্রে নিরাপদ আর আরামদায়ক একটা হোটেল নিলেই ভালো। সুইমিং পুল আছে কিংবা রিসোর্ট টাইপের হোটেলে কস্ট বেশি পরে। ১ম দিনঃ কক্সবাজারে কিন্তু সকাল বেলা সূর্যোদয় টা এতো ভালো ভাবে দেখা যায় না। তাই সকালে ধীরেসুস্থে (১০/১১টায়)ঘুম থেকে উঠে নাস্তা করে বিচে যাবেন। নাস্তার ক্ষেত্রে যাচাই করে খাবার খাবেন। সারা দেশেই পর্যটক এরিয়াগুলোর খাবারের হোটেলের বদনাম শুনা যায়। যাই হোক শুরু করবেন সবচেয়ে জম-জমাট বিচ সুগন্ধা বিচ থেকে (এখানে লকার পাওয়া যায় যেখানে আপনার মূল্যবান জিনিসপত্র রাখতে পারেন)।ঝাপাঝাপি করুন। ছবি তুলুন (ওখানকার ফটোগ্রাফার হতে সাবধান)। স্পিড বোটে চড়ে পয়সা নস্ট করুন। যা ইচ্ছা করুন। সুগন্ধা থেকে সমুদ্রের তীর ধরে হাটতে হাটতে কলাতলী বিচে যান। সেখানেও ঝাপাঝাপি করুন। অফসিজনে দুইটা বিচার মাঝখানটা খুবই শান্ত-স্নিগ্ধ থাকে। দুপুর২/৩টার মধ্যে ঝাপাঝাপি শেষে, দাম-দর বুঝে একটা হোটেলে লাঞ্চ সেরে হোটেলে ফিরে ভালো মতো গোসল/স্নান করুন। তারপর বিশ্রাম নিন অথবা চাইলে আবার বিচে যেতে পারেন। সন্ধ্যার পর বিচ অনেক আরামদায়ক আর সুন্দর। দাম-দর করে সী-ফুড দিয়ে রাতের খাবার সারতে পারেন। ২য় দিনঃ চান্দের গাড়ি/অটো রিক্সা ভালো মতো সময় ও স্পটগুলো উল্লেখ করে দাম-দর করে মেরিন ড্রাইভের রাস্তার পাটোয়ার টেক, ইনানী বিচ, হিমছড়ি, কাকড়া বিচ ঘুরে দেখুন। চেষ্টা করবেন দাম-দর করার সময় ভিডিও করে রাখতে। কক্সবাজারে ভালো মানুষের পাশাপাশি ঠগেদের অভাব নেই। কাজেই নিজেকে নিরাপদ রাখতে হলে সতর্ক থাকবেন। এখানে বাইক ও ভাড়া পাওয়া যায়। ভালো মত তেল খরচা, কতদূর যাবেন ইত্যাদি বলে ভাড়া নিবেন( অবশ্যই হেলমেট ব্যবহার করবেন যদিও এসব বাইক পুলিশ ধরে না)। সবগুলো স্পট ঘুরে দেখে সন্ধ্যায় সানসেট দেখতে পারেন আবার সুগন্ধা বিচ অথবা হিমছড়ি পাহাড়ের চূড়া হতে। আমার কাছে প্যারাসেইলিং করার জন্য বেস্ট জায়গা কাকড়া বিচ। দুপুরের খাবার খেতে কিন্তু শহরে আসা লাগবে। সেক্ষেত্রে ওইদিকে যা পাবেন তাই দিয়ে লাঞ্চ সারতে পারেন। রাতে একটা অটো নিয়ে বার্মিজ মার্কেটে যেতে পারেন। দাম-দর করে আচার, অর্নামেন্টস ইত্যাদি কিনতে পারেন। সেখান থেকে ফিরে অবশ্যই বিচে যাবেন। রাতের বিচ খুব সুন্দর আর স্নিগ্ধ। ৩য় দিনঃ অটো নিয়ে সকাল সকাল চলে যান ৬নং ঘাটে। সেখান থেকে ট্রলার/স্পিডবোটে মহেশখালী চলে যান। মহেশখালীতে চাইলে সারাদিনের সবগুলা স্পট উল্লেখ করে অটো রিক্সা ভাড়া করতে পারেন নতুবা আমার ভিডিওতে দেখানো স্পট গুলো একের পর এক দেখে নিতে পারেন। মহেশখালী থেকে শুতকি কিনতে পারেন। তবে সামুদ্রিক শুটকি রান্না না জানলে কিনে লাভ নাই। মহেশখালীতে লাঞ্চ সেরে বিকালের দিকে ট্রলার/স্পিডবোটে রওয়ানা হতে পারেন। সন্ধ্যায় ফিরে যেতে পারেন কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখতে। তারপর চাইলে রাতের বাস এ বাড়ি ফিরতে পারেন। আমরা অবশ্য রাতেই চট্টগ্রাম ফিরেছিলাম।

ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক করবেন।
আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে ভুলবেন না।

আমাদের ফেইসবুক পেইজ https://www.facebook.com/Hangout-with...

আমার ফেইসবুক প্রফাইল :   / chamak.dey.07  

Комментарии

Информация по комментариям в разработке