যাত্রা অভিনেত্রী স্বপ্না কুমারী র জীবন কাহিনী | Jatra actress Swapna kumari | জীবনী

Описание к видео যাত্রা অভিনেত্রী স্বপ্না কুমারী র জীবন কাহিনী | Jatra actress Swapna kumari | জীবনী

প্রাচুর্য শুধু নয়, এক অভিজাত বর্ধিষুঃ পরিবারে ১৯৪৯ সালে স্বপ্নার জন্ম। বাবা মণিমোহন ব্যানাজী আদরের মেয়েকে শিক্ষায় দীক্ষায় মনের মত করে গড়ে তুলতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি।

ব্যাপটিস্ট গার্লস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী, সুদর্শনা স্বপ্না তাই মাঝে মাঝে পাড়ায় আবৃত্তি শোনাতেন। সখের থিয়েটার করতেন। সমবয়সী মেয়েদের নিয়ে 'একটা সখের দলও গড়েছিলেন ওরা। “বিসর্জন” পালার অপর্ণা চরিত্রে স্বপ্নার অভিনয় দেখে বিধায়ক ভট্টাচার্যের একান্তিক অনুপ্রেরণায় স্বপ্না একটু একটু করে মিশে যেতে থাকলেন থিয়েটারের সঙ্গে। সংসারে প্রায় সকলের, বিশেষ করে বাবার অমত থাকা সত্বেও স্বপ্নী অভিনয় করতে থাকলেন এখানেওখানে-সেখানে। বিভিন্ন অফিস ক্লাবে। থিয়েটারের নেশায় গেলেন মেতে। বিবাহ হয়েছিল স্বপ্নার কিন্তু তা স্বপ্নের মত হয়ে গেল একদিন। পরে যাত্রাজগতের ম্যাটিনি আইডল স্বপনকুমার স্বপ্রার অভিনয় দেখে ওঁর বাড়ি থেকে অনুমতি নিয়ে স্বপ্নাকে হাজির করেন আসরে। প্রথম আত্মপ্রকাশেই স্বপ্নার খ্যাতি হল। “সপগুপদী” পালায় অভিনয় করে স্বর্ণপদক পেলেন স্বপ্নাকুমারী। এরপর নাট্যভারতীর 'বাঘিনী” ও “দেনা-পাওনা” পালায় অভিনয় করে বিভিন্ন আসর থেকে জয় করে নিয়ে এলেন নানা পুরস্কার। বার্নপুরে হলেন “ষোড়শী” চরিত্রের জন্য শ্রেষ্ঠা অভিনেত্রী।

যে স্বপ্রা প্রভূত বিলাস আর প্রাচুর্যের মধ্যে সারা জীবন কাটিয়ে দিতে পারতেন বিনা পরিশ্রমে, সেই স্বপ্না রাতের পর রাত এক আসর থেকে আর এক আসরে ছুটে যেতেন থিয়েটারের সঙ্গে মিতালি পাতিয়ে।
#information #history #biography #jatrapala
#swapnakumari #jatraactress
#belasarkar #binadasgupta

তথ্যসূত্র: গৌরাঙ্গ প্রসাদ ঘোষ, সুরজিৎ সেনগুপ্ত

Join this channel to get access to perks:
   / @amiavijitbolchi  

Комментарии

Информация по комментариям в разработке