ভালোবাসি #ভালোবাসি_ভালোবাসি #সুনীলগঙ্গোপাধ্যায় #তিথি #আবৃত্তিপ্রয়াস
কবিতার নাম: ভালোবাসি ভালোবাসি
কবি: সুনীল গঙ্গোপাধ্যায়
আবৃত্তি: তিথি
ইউটিউব চ্যানেল: আবৃত্তিপ্রয়াস
📖 কবিতার পরিচিতি:
"ভালোবাসি ভালোবাসি" — বাংলা সাহিত্য জগতের অন্যতম বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি।
এই কবিতায় ফুটে উঠেছে ভালোবাসার অটুট বন্ধন, জীবনের সুখ-দুঃখে, হাসি-কান্নায়, আনন্দ-বেদনায় দুই মানুষের গভীর সম্পর্কের সৌন্দর্য।
কবি অসাধারণ ভঙ্গিতে দেখিয়েছেন, কীভাবে ভালোবাসা প্রতিটি পরিস্থিতিতে ভিন্ন রূপে ধরা দেয় — ক্লান্তি, অসুস্থতা, যুদ্ধ, ঝড়, কিংবা মৃত্যু — সবকিছুর মধ্যেও ভালোবাসা অটুট থাকে।
🎙️ কবি: সুনীল গঙ্গোপাধ্যায়
🎧 আবৃত্তি: তিথি
📺 ইউটিউব চ্যানেল: আবৃত্তিপ্রয়াস
📂 ধরন: বাংলা কবিতা আবৃত্তি / Bangla Poetry Recitation / Bengali Romantic Poem
✨ ভিডিওটি কেন দেখবেন:
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় প্রেমের কবিতা উপভোগ করতে পারবেন।
তিথির কণ্ঠে আবৃত্তি ও সাউন্ড ডিজাইনের মাধ্যমে কবিতার আবেগ গভীরভাবে অনুভব করা যাবে।
প্রেম ও সম্পর্কের গভীরতা বুঝতে সাহায্য করবে এই কবিতা।
📜 পুরো কবিতাটি:
ধরো কাল তোমার পরীক্ষা,
রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম-
ভালবাসো?
তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..
ধরো ক্লান্ত তুমি,
অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত,
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে
ঘর্মাক্ত আমি তোমার
হাত ধরে যদি বলি- ভালবাসো?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..
ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম
শতব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাসো?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..
ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,
মাথার উপর তপ্ত রোদ,
বাহন পাওয়া যাচ্ছেনা এমন সময়
হঠাত দাঁড়িয়ে পথ
রোধ করে যদি বলি-ভালবাসো?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার
দিকে তাকিয়ে
কাঁধে হাত দিয়ে বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..
ধরো শেভ করছ তুমি,
গাল কেটে রক্ত পড়ছে,
এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি- ভালবাসো?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার
গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..
ধরো খুব অসুস্থ তুমি,
জ্বরে কপাল পুড়েযায়,
মুখে নেই রুচি,
নেই কথা বলার অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের
দিকে তাকিয়ে যদি বলি-ভালবাসো?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে,
ভালোবাসি, ভালোবাসি..
ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,
প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায়
জিজ্ঞেস করলাম- ভালবাসো?
ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও….
নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে,
ভালোবাসি, ভালোবাসি…….
ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি,
দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,
হঠাত বাধা দিয়ে বললাম-ভালবাসো?
কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে,
ভালোবাসি, ভালোবাসি
ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,
আশ্রয় নেই
বিধাতার দান এই পৃথিবীতে,
বাস করছি দুজনে চিন্তিত তুমি
এমন সময় তোমার
বুকে মাথা রেখে যদি বলি ভালবাসো?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে,
ভালোবাসি, ভালোবাসি..
ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি-
ভালবাসো?
চুপ করে থাকবে?
নাকি সেখান থেকেই
আমাকে বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..
যেখানেই যাও,যেভাবেই থাক,
না থাকলেও দূর
থেকে ধ্বনি তুলো,
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি..
দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,
বুঝব তুমি আছ, তুমি আছ
ভালোবাসি,ভালোবাসি……..!
💬 দর্শকদের জন্য:
যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
👍 ভিডিওটি লাইক দিন
💬 আপনার মতামত কমেন্ট করুন
🔔 নতুন নতুন বাংলা কবিতা ও আবৃত্তির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
🔗 আমাদের সাথে যুক্ত থাকুন:
📌 ফেসবুক পেজ: / 1hkng8bvtm
📌
#banglakobita #BanglaPoem #BanglaAbritti #BanglaPoetry #BengaliPoem #Kobita #LovePoem #RomanticPoem
ভালোবাসি ভালোবাসি, সুনীল গঙ্গোপাধ্যায়, Sunil Gangopadhyay, Bangla Poem, Bangla Kobita, Bangla Poetry Recitation, Bangla Love Poem, Romantic Bangla Poem, Bengali Poem, Bengali Poetry, Bangla Abritti, Poetry Recitation, Bangla Kobita Video, কবিতা আবৃত্তি, প্রেমের কবিতা, বাংলা কবিতা, ভালোবাসার কবিতা, Bangla Love Story, Bangla Poem 2025, Bangla Kobita 2025, বাংলা প্রেমের কবিতা, Bengali Romantic Poem, বাংলা আবৃত্তি, নতুন বাংলা কবিতা
Информация по комментариям в разработке