ভয়কে জয় করে আলুটিলা গুহায় একদিন🪱🦍 ||One day Alutila Cave conquering fear!!
আলুটিলা রহস্যময় গুহা || Khagrachari Alutila Guha
Khagrachori Travel Vlog | রহস্যময় আলুটিলা গুহা | Alutila Cave | Sajek Valley
খাগড়াছড়ি ভ্রমণ | Khagrachari Tour | একদিনে রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা এবং ঝুলন্ত ব্রিজ | ভ্রমণ গাইড
Alutila tourism center of Khagrachari is a very beautiful tourist area, and there is a cave in this Alutila tourism, I went to visit that cave one day and I feel very good. The cave looked amazing to me. If you have time and opportunity, it would be nice to visit. However, it was very dark inside the cave. I did not have any lights that day, so I could not show the scenes inside the cave well. Despite that, I feel very good.
#vlog
#pothe prantore পথে প্রান্তরে
Salahuddin Sumon
Md,Fizz
#travel
#আলুটিলা গুহা:
আলুটিলা গুহা (Alutila Cave) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা ‘মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত। আলুটিলা গুহার দৈর্ঘ্য ৩৫০ ফুট। গুহার ভেতরে সব সময় অন্ধকার থাকে এজন্য গুহায় প্রবেশ করতে হলে মশালের প্রয়োজন হয়। অনেক আগে এই গুহাতে প্রবেশের সময় মশাল কিনে গুহার ভিতরে প্রবেশ করতে হতো, কিন্তু তা নেই এখন আর এখন আপনারা চাইলে মশালের বিকল্প হিসাবে মোবাইল টর্চ বা চার্জ লাইট নিয়ে যেতে পারেন। তাছাড়া গুহার অভ্যন্তরের পাথর গুলো বেশ পিচ্ছিল তাই ভালো গ্রিপের জুতা পড়ে যাওয়া উচিত। আলুটিলা গুহায় প্রবেশের আগে মূল গেটের কাছ থেকে ২০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়। গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হতে মাত্র ০৮ থেকে ১২মিনিট সময় লাগে।!
🏞️🌉🎢আলুটিলা পর্যটন কেন্দ্রে রয়েছে প্রচুর ভিউ পয়েন্ট যেখান থেকে খাগড়াছড়ি পাহাড় ইত্যাদি দেখা যায়।! এছাড়া আছে বেশ কয়েকটি ব্রিজ, ঝুলন্ত সেতু, বাহারি গাছ আর ওয়াকিং ওয়ে। পাহাড় কেটে কেটে এই সমস্ত সুন্দর সুন্দর স্থাপনা নির্মাণ করা হয়েছে।!
👬👨❤️👨এিপুরা ভাষায় এই গুহাকে মোতাই হাকুর বলে(যা বাংলায় রুপান্তর করলে হবে দেবতা গুহা) স্হানীয়রা কেননা এই আলুটিলা পর্যটন তথা এই গুহাটি প্রথম এিপুরাদের আবিস্কার!!
আপনাদেরকে অনেক ধন্যবাদ।।
➡️খাগড়াছড়ি ➡️
বাংলাদেশের সুন্দর জেলা গুলোর একটি পার্বত্য জেলা খাগড়াছড়ি। বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে আছে রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, আলুটিলা তারেং, অপরাজিতা বৌদ্ধ বিহার, মাতাই পুখিরি, হর্টিকালচার হ্যারিটেজ পার্ক, মানিকছড়ি মং রাজবাড়ী, তৈদুছড়া ঝর্ণা, পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির, হাতিমাথা, নিউজিল্যান্ড পাড়া, মায়াবিনী লেক প্রভৃতি। ভ্রমণ গাইডের এই ভিডিওতে থাকছে একদিনে খাগড়াছড়ি ভ্রমণে কি দেখবেন, কিভাবে ঘুরে বেড়াবেন, খরচ কোথায় কত এই সবকিছুর বিস্তারিত তথ্য।
🌄❤️ ট্যুর প্ল্যান | Khagrachari Tour Plan:
নাস্তা সেরে নিজেদের ঠিক করা গাড়িতে বেড়িয়ে পড়ুন প্রথম গন্তব্য রিসাং ঝর্ণা (Risang Waterfall) দেখার উদ্দেশ্যে। বর্ষা ও পরবর্তী মাস গুলোতে ঝর্ণায় পানির পরিমান অনেক বেশি থাকে, শীতকালে তা অনেক কমে যায়। ঝর্ণার পাদদেশে এসে পাহাড়ি রাস্তায় ২৫ থেকে ৩০ মিনিট হেটে যেতে হবে।
রিসাং ঝর্ণায় সময় কাটিয়ে চলে যান মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্রে। আলুটিলা গুহায় (Alutila Cave) প্রবেশের আগে মূল গেটের কাছ থেকে ৩০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়। আলুটিলা গুহার দৈর্ঘ্য ৩৫০ ফুট ও গুহামুখটির ব্যাস প্রায় ১৭-১৮ ফুট। গুহার ভিতরটি গা ছম ছম করা পরিবেশ। গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হতে মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে।
আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখে চলে যান পরের গন্তব্য ৪ কিলোমিটার দূরে হর্টিকালচার হ্যারিটেজ পার্কে (Horticulture Heritage Park)। হর্টিকালচার হ্যারিটেজ পার্কের জনপ্রতি প্রবেশ টিকেটের মূল্য ৩০ টাকা। পার্কের অভ্যন্তরে আছে চমৎকার ঝুলন্ত সেতু, সুইমিং পুল, কৃত্রিম হৃদ, দোলনা, টয় ট্রেন, কিডস জোন, বোট রাইডিং, পিকনিক স্পট, গেস্ট হাউজ, বার্ডস পার্ক ও অবজারভেশন টাওয়ার, বাগান প্রভৃতি।
দুপুরের খাবার খেয়ে বিকেল বেলা চলে যান আলুটিলা তারেং (Alutila Tareng) দেখতে। প্রায় ১০০০ফুট উঁচু খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ের উপর এই তারেং। যেখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহরটাকে দেখতে পাখির চোখে দেখতে পারবেন।
তারেং দেখা শেষে কিংবা সন্ধ্যা হতে ঘন্টাখানিক সময় হাতে থাকলে ৫ কিলোমিটার দূরে নিউজিল্যান্ড পাড়া (New Zealand Road) দেখতে চলে যান। নিউজিল্যান্ড রোডে সূর্যাস্ত দেখে খাগড়াছড়িতে অথেনটিক আদিবাসী খাবারের জন্য প্রসিদ্ধ সিস্টেম রেস্তোরাঁয় (System Restaurant) রাতের খাবার খেয়ে নিতে পারেন।
🛑🏞️ ভ্রমণ খরচ | Khagrachari Tour Cost:
ঢাকা থেকে গেলে জনপ্রতি খরচ কেমন হবে তার একটা ধারণা দেওয়া হলো-
বাস ভাড়া = ৫২০ + ৫২০ টাকা
সিএনজি ভাড়া = ৫০০ টাকা (৪ জন হলে জনপ্রতি)
নাস্তা = ৫০-১০০ টাকা
দুপুরের খাবার = ১০০-২০০ টাকা
রাতের খাবার = ১০০-২০০ টাকা
সর্বোমোট = ১৭৯০ থেকে ২০৪০ টাকা
🙋♂️🛑 ভ্রমণ পরামর্শ | Khagrachari Travel Tips:
যদি এই ট্যুর প্ল্যানে উল্লেখিত সকল স্থান ভ্রমণ করতে চান তবে আপনাকে সময়ের প্রতি সচেতন থাকতে হবে। চাইলে আলুটিলা গুহা আগে দেখে রিসাং ঝর্ণায় যেতে পারেন। প্রয়োজনে নিজেদের ইচ্ছে মত কোন স্থান ভ্রমণ তালিকায় যুক্ত কিংবা বাদ দিতে পারেন। যানবাহনের ভাড়া করার ক্ষেত্রে কি দেখবেন কিভাবে ঘুরবেন তা পরিকল্পনা করে তারপর দরদাম করে ঠিক করুন। আলুটিলা গুহার অভ্যন্তরে, ঝর্ণার চারপাশে ও ট্রেকিং পথের রাস্তা বেশ পিচ্ছিল তাই চলার সময় সতর্ক থাকুন।
খাগড়াছড়ি ভ্রমণ নিয়ে যে কোন প্রশ্ন ও মতামত জানাতে ভিডিওর নিচে কমেন্টে আপনার বক্তব্য লিখুন।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।।
Информация по комментариям в разработке