চোখ ভর্তি স্বপ্ন, 👨💼@RLOmarFaruk
সময় বহমান সত্য সুন্দর, বিশ্বাসে ব্যক্তি বন্ধি, সত্যের সাথে সন্ধি!
"সত্যের পথে সময়"
সময় সে তো কখনও কারো জন্য দাঁড়ায় না, অপেক্ষা করে না, তার নিজস্ব গতিতে চলে যায়।
কিন্তু মানুষ, সে তো প্রতিটা মুহূর্তে থেমে পড়ে, চিন্তায়, ব্যথায়, অতীতে কিংবা ভবিষ্যতের অজানা আশঙ্কায়।
কিন্তু একটা জিনিস যদি আমরা আগেই গ্রহণ করতে শিখি, জীবন অনেকটাই সহজ হয়ে যায়।
আর সেই জিনিসটা হলো সত্যতা।
হ্যাঁ, জীবন যেমনই হোক, তা যেমন ঘটছে, ঠিক তেমনটিই মেনে নেওয়া। বিষাদ, হাহাকার, ভালোবাসা, ক্ষতি, প্রত্যাখ্যান এ সবই সত্য। যখন আপনি সত্যকে পাল্টাতে না গিয়ে তাকে আপন করে নেবেন, তখন জীবন আপনাকে আর ভাঙতে পারবে না। যখন একটা শিশুর জন্ম হয় তখন আপনি যেমনি ভাবে খুশিতে মেতে উঠেন, আবার আপনি যদি লাশের শোক মেনে নিয়ে বেঁচে থাকতে পারেন, তাহলে এই সত্যতাও আপনার মেনে নেয়া জরুরি, মানুন আর নাই মানুন, দিন শেষে এই সত্যতা আপনাকে ঠিকই পাকড়াও করে নিবে, সময়ের সাথে সাথে।
কারণ তখন আপনি নিজেকে বলবেন আমি জানতাম, সময় যাবে। আমি জানতাম, মানুষ বদলাবে। আমি জানতাম, সবকিছুই অনিশ্চিত।
কিন্তু আমার ভিতর যে গ্রহণ, যে মানিয়ে নেওয়া, যে সত্যের দিকে ফিরে তাকানো তা চিরস্থায়ী।"
এই সত্যতা মানুষকে শক্ত করে, কারণ সত্য কখনো অভিনয় চায় না, কখনো কোনো প্রমাণ চায় না।
সত্য নিজেই তার প্রমাণ। আপনি যদি নিজের জীবনের সবকিছুতে এই সত্যতা রেখে চলেন, তাহলে পথ যত কঠিনই হোক, আপনি হারাবেন না নিজেকে।
আপনি জানবেন আপনি কাকে ভালোবেসেছিলেন, কেন ভেঙে পড়েছিলেন, আর কেন উঠে দাঁড়িয়েছেন।
জীবন একটা বহমান নদীর মতো, কিছুই ধরে রাখা যায় না। কিন্তু আপনি যদি সত্যটাকে ধরতে পারেন, তাহলে জীবনটা নিজের মতো হলেও, আপনার অন্তর থাকবে অটুট।
তাই নিজেকে বলুন প্রতিদিন, আমি যা হারিয়েছি তা মিথ্যে ছিল না।
আমি যা পেয়েছি, তা চিরন্তন নয়।
কিন্তু আমি যা বুঝেছি, সেটাই আমার সত্য। সেটাই আমার জীবনের সার্থকতা"
এই সত্যই আপনার ভিতর সবচেয়ে সুন্দর আশ্রয় হয়ে আপনার পাশে বহমান থাকবে।
এটাই আপনার নীরব সত্য, কিন্তু দুর্দান্ত সাহস।
শুনুন,,,?
যে মানুষটা ভালোবেসে মাঝপথে হেঁটে চলে গেছে, তাকে দোষ না দিয়ে যদি আপনি বলেন, সে তার মতো সত্য ছিল। তখন আপনি কষ্ট কম অনুভব করেন। কারণ প্রত্যাখ্যান তখন আর ব্যক্তিগত অপমান নয়, বরং এক বাস্তবতা মাত্র।"
আপনার স্বপ্নটা পূরণ হলো না, কিন্তু আপনি যদি বলেন'হয়তো সেটা আমার জন্য ছিল না', তখন সেই স্বপ্ন ভাঙাও এক ধরনের মুক্তি হয়ে দাঁড়ায়। সত্যটা যখন হৃদয় থেকে মেনে নেন, তখন হার জয় হয়ে যায়।"আপনার সত্যতা আপনাকে তখন সকল ভাঙনের ঊর্ধ্বে গিয়ে আপনাকে তুলে ধরে সার্থকতায়।
আপনি যাকে সবচেয়ে আপন ভাবতেন, সে একদিন বললো 'আমি আর আগের মতো ভালোবাসতে পারি না।' সেই সত্যটা যদি আপনি চোখের জল দিয়ে মুছে না ফেলে হৃদয়ে রাখেন, আপনি বুঝবেন ভালবাসা চাওয়া যায়, চেপে ধরা যায় না।"তখন আপনি তাকে আদর দিয়ে কাছে টেনে নিবেন,।
একটা সময় আপনি যাকে ভুল ভাবতেন, একদিন দেখলেন, সে-ই আসলে ঠিক ছিল। এই সত্যটা মেনে নেওয়া আপনার অহংকে আঘাত করলেও, আপনার মানুষ হয়ে উঠার পথটা মসৃণ করে দেয়।"
আপনার কষ্ট কেউ বুঝলো না, কেউ পাশে দাঁড়ালো না, আপনি চুপ করে মেনে নিলেন মানুষ তাদের সীমাবদ্ধতার
বাইরেই তো যায় না। তখন সেই নিঃসঙ্গতা আর যন্ত্রণা হয়ে ওঠে উপলব্ধির দরজা, অভিযোগের নয়।
আপনি দিনের পর দিন চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, কেউ আপনাকে বুঝছে না। আপনি ভাবলেন 'এই পথটাই হয়তো আমার শিক্ষা'। তখনই দেখা যায়, আপনি আর দুঃখে ভেঙে পড়ছেন না, কারণ আপনি সত্য বুঝেছেন সবকিছুর একটা উদ্দেশ্য আছে।"
আমরা জীবনে অনেক কিছু বুঝে উঠার আগেই হারিয়ে ফেলি। অনেক সময় আমরা ভাবি, সত্য মানে কষ্ট কারণ সত্য বলে
দেয় কে থাকবে, কে চলে যাবে। কিন্তু এক সময় বুঝি, সত্য আসলে সেই আলো, যেটা কষ্টের ভেতর দিয়েই আমাদের পথ দেখায়।
সবকিছু ঠিক না হলেও আপনি ঠিক থাকবেন, যদি আপনি সত্যকে নিজের বন্ধু করে নেন। কারণ মানুষ যখন আর নিজেকে বোঝাতে হয় না, তখনই সে সত্যিকার অর্থে হালকা হয়ে যায়।
ভয় পাওয়ার কিছু নেই। যা ঘটছে, তা জীবনের। আর আপনি জীবনের একজন সত্যিকারের পথচারী।
এই পথচলায় আপনি একা নন। আপনার পাশে আছে সেই চুপচাপ সত্য,
যেটা কোনোদিনও আপনাকে ছেড়ে যাবে না।
ইতি, সত্য,,,,,,,,,!
#life lessons
#motivation
#story
#real
#heart
#eyes full of dreams
#eyes of dreams
#the eyes has left your eyes
#my eyes are in colour
#dreamland eye for an eye
#eyes in the dark 9
Информация по комментариям в разработке