পবিত্র সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে নতুন প্রজন্মের কন্ঠে ঐতিহাসিক গান তুমি জাগরণে । নাবিহা নুর।

Описание к видео পবিত্র সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে নতুন প্রজন্মের কন্ঠে ঐতিহাসিক গান তুমি জাগরণে । নাবিহা নুর।

পবিত্র সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে নতুন প্রজন্মের কন্ঠে ঐতিহাসিক গান

কথা সুরঃ লিটন হাফিজ চৌধুরী
শিল্পীঃ নাবিহা নুর
সাউন্ড ডিজাইনঃ Joynal Abedin Ekatto
ভিডিওঃ একাত্ত স্টুডিও

🔵আমার অন্যান্য পরিবেশনা সমূহঃ
✅আমার আছে রাব্বুল আলামিনঃ    • আমার আছে রাব্বুল আলামীন । হৃদয়ছোয়া হা...  
✅এই দুটি চোখ দিয়েছো বলেঃ    • নতুন প্রজন্মের কন্ঠে হৃদয়ছোঁয়া হামদ্।...  
✅কাজী নজরুলের বিখ্যাত গানঃ    • শুকনো পাতার নূপুর পায়ে । Shukno Pata...  

শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। বাংলাদেশ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পরিচিত।

সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ এবং মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন।

বিজ্ঞাপন
সৌদি আরবের মক্কার বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দে রাসুল হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। সেই দিনটি ছিল সোমবার।

সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা এবং অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আয়ামে জাহেলির যুগে মহান আল্লাহ সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদের প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এ কারণে রাসুল (সা.)-কে সম্মান জানিয়ে রহমতুল্লিল আলামিন হিসেবেও সম্বোধন করা হয়। বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদ্‌গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তাঁর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষ সর্বকালে সর্বজনস্বীকৃত। ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার জন্য শৈশবেই তিনি ‘আল আমিন’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। সব নবী ও রাসুলের মধ্যে শ্রেষ্ঠ মহানবী (সা.) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর ২৩ বছর তিনি তৌহিদের বাণী প্রচার করেছেন। আধ্যাত্মিকতার পাশাপাশি ব্যক্তিজীবনে ও সমাজে শান্তি ও কল্যাণের প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন।
-------------------------------------
OFFICIAL FACEBOOK PAGE
Facebook:   / nabihanurofficial  

Комментарии

Информация по комментариям в разработке