Dhaka to Chandpur Trip 2022 | একদিনের চাঁদপুর সফর | মোলহেড,তিন নদীর মোহনা, ওয়ান মিনিট আইসক্রিম

Описание к видео Dhaka to Chandpur Trip 2022 | একদিনের চাঁদপুর সফর | মোলহেড,তিন নদীর মোহনা, ওয়ান মিনিট আইসক্রিম

চাঁদপুর সফরে মূলত একই সাথে পাওয়া যায় লঞ্চ ভ্রমণ, নদীর নির্মল বাতাস, ইলিশ ও বিখ্যাত আইসক্রিম ও মিষ্টির স্বাদ। অল্প সময়ে এবং লঞ্চের ক্লান্তিহীন ভ্রমনে চমৎকার একটি ট্রিপ হতে পারে চাঁদপুর। এর সাথেই ঘুরে আসা যায় অনেক দর্শনীয় স্থানও। চাঁদপুর জেলার দর্শনীয় জায়গাগুলোর মধ্যে আমরা গিয়েছিলাম বড়স্টেশন মোলহেড, যেখানে রয়েছে তিন নদীর মোহনা , রক্তধারা স্মৃতিসৌধ এবং ইলিশ চত্বর । এর সাথে ওয়ান মিনিট আইসক্রিম এবং বিখ্যাত বড় মসজিদও ভ্রমণ করি আমরা। আমরা খুব বেশি স্থান ঘুরিনি কারণ আমাদের এই ট্রিপটি ছিল মূলত একটি রিল্যাক্স ট্রিপ। তাই একই দিনে তাড়াহুড়ো করে সবকিছু না দেখে আমরা আশেপাশের কাছাকাছি স্থানগুলোই শান্তিমত ঘুরে দেখেছি।

Комментарии

Информация по комментариям в разработке