Ekta Chilo Sonar Konna | একটা ছিল সোনার কন্যা | cover by Rajib | Srabon Megher Din

Описание к видео Ekta Chilo Sonar Konna | একটা ছিল সোনার কন্যা | cover by Rajib | Srabon Megher Din

Hello Friends, Ekta Chilo Sonar Konna is one of my favorite songs. Please have a look and put comments on how much you liked it.....

একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ | Ekta Chilo Sonar Konna |cover by Rajib | New Song 2024
Title :একটা ছিল সোনার কন্যা | Ekta Chilo Sonar Konna

🎵 Original Song Credit

Song: একটা ছিল সোনার কন্যা | Ekta Chilo Sonar Konna
Singer: Subir Nandi | সুবীর নন্দী
Lyrics: Humayun Ahmed
Movie: Srabon Megher Din । শ্রাবণ মেঘের দিন

“একটা ছিল সোনার কন্যা” ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ছায়াছবি শ্রাবণ মেঘের দিন-এর একটি সঙ্গীত। লোকসঙ্গীত ধারার এ গানের গীতিকার ছিলেন খ্যাতনামা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। মকসুদ জামিল মিন্টুর সুর ও সঙ্গীতায়োজনে এই গানে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। গানটি ঐ চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গান হিসেবে বিবেচিত। ঐ চলচ্চিত্রের অডিও এ্যালবামের অন্যান্য গানের সাথে সঙ্গীতা মিউজিক হতে প্রকাশিত হয়। চলচ্চিত্রে গানের দৃশ্যায়নে মাহফুজ আহমেদ ঠোঁট মিলিয়েছিলেন। সঙ্গীতায়োজন ও কণ্ঠদানের জন্য মকসুদ জামিল মিন্টু ও সুবীর নন্দী জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।


🎵 Lyrics

একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ,
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ।
দুই চোখে তার আহা রে কী মায়া?
নদীর জলে পড়লো কন্যার ছায়া।
তাহার কথা বলি,
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি।
তাহার কথা বলি,
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি।


কন্যার চিড়ল–বিরল চুল, তাহার কেশে জবা ফুল।
কন্যার চিড়ল–বিরল চুল, তাহার কেশে জবা ফুল।
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করলো ভুল।
কন্যা ভুল করিস না,
ও কন্যা ভুল করিস না,
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না।
একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ,
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ।
দুই চোখে তার আহা রে কী মায়া?
নদীর জলে পড়লো কন্যার ছায়া।


হাত খালি, গলা খালি, কন্যার নাকে নাকফুল।
হাত খালি, গলা খালি, কন্যার নাকে নাকফুল।
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করলো ভুল।
কন্যা ভুল করিস না,
ও কন্যা ভুল করিস না,
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না।
একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ,
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ।
দুই চোখে তার আহা রে কী মায়া?
নদীর জলে পড়লো কন্যার ছায়া।
কন্যা ভুল করিস না,
ও কন্যা ভুল করিস না,
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না।
এখন নিজের কথা বলি,
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি।
এখন নিজের কথা বলি,
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি।
সবুজ বরণ লাউ ডগায় দুধ–সাদা ফুল ধরে,
ভুল করা কন্যার লাগি মন আনচান করে।
সবুজ বরণ লাউ ডগায় দুধ–সাদা ফুল ধরে,
ভুল করা কন্যার লাগি মন আনচান করে।
আমার মন আনচান করে।
আমার মন আনচান করে।
আমার মন আনচান করে।
আমার মন আনচান করে।

Комментарии

Информация по комментариям в разработке