হাফ হাতা গেঞ্জি ও শাড়ি পরে নামাজ পড়া কি জায়েজ❓না জানলে জেনে নিন┇মাওলানা মমতাজুল ইসলাম┇Momtazul Islam

Описание к видео হাফ হাতা গেঞ্জি ও শাড়ি পরে নামাজ পড়া কি জায়েজ❓না জানলে জেনে নিন┇মাওলানা মমতাজুল ইসলাম┇Momtazul Islam

নামাজের জন্য পোশাক নির্বাচনে ইসলামের দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাড়ি ও হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়া কি জায়েজ? এ বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে জানুন সঠিক বিধান।

কুরআনের নির্দেশনা:
আল্লাহ তাআলা বলেন:
“হে আদম সন্তানগণ! তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের সৌন্দর্য (অর্থাৎ শালীন পোশাক) গ্রহণ কর।”
— (সূরা আল-আ‘রাফ: ৩১)

এই আয়াত থেকে বোঝা যায়, নামাজে শালীন পোশাক পরিধান করা ফরজ। শরীরের যে অংশ ঢেকে রাখা ফরজ (সতর), তা অবশ্যই ঢেকে রাখতে হবে। নারীদের জন্য সম্পূর্ণ শরীর, চেহারা ও হাত-পায়ের নির্দিষ্ট অংশ ব্যতীত সব কিছু ঢেকে রাখা আবশ্যক।

হাদিসের নির্দেশনা:
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"আল্লাহ সেই ব্যক্তির নামাজ গ্রহণ করেন না যে তার শরীরের (সতরের) প্রয়োজনীয় অংশ ঢেকে রাখে না।"
— (আবু দাউদ, হাদিস: ৬৩৬)

এ থেকে বোঝা যায়, হাফ হাতা গেঞ্জি বা এমন পোশাক যা শরীরের সতর পুরোপুরি ঢাকতে সক্ষম নয়, তা পরা অবস্থায় নামাজ পড়া গ্রহণযোগ্য নয়।

উপসংহার:
নামাজের জন্য শালীন ও ইসলামের বিধান অনুযায়ী পোশাক পরিধান করা আবশ্যক। শাড়ি বা হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়তে চাইলে নিশ্চিত করতে হবে যে শরীরের সতর পুরোপুরি ঢাকা রয়েছে।

আপনারা সবাই দয়া করে P.A SOLUA ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন! এখানে আপনি ইসলামিক ভিডিওসহ নানা শিক্ষণীয় বিষয় পাবেন, যা আপনার জ্ঞান ও আধ্যাত্মিকতাকে সমৃদ্ধ করবে। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।

Комментарии

Информация по комментариям в разработке