স্কারলেট ম্যাকাও পাখির দাম কত? | How Price Scarlet Macaw Parrot In Bangladesh? |

Описание к видео স্কারলেট ম্যাকাও পাখির দাম কত? | How Price Scarlet Macaw Parrot In Bangladesh? |

স্কারলেট ম্যাকাও এর দাম কত? কোথায় থেকে ক্রয় করবেন এবং এর পালন পদ্ধতিতে নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে।

স্কারলেট ম্যাকাও অদ্ভুত সুন্দর ও দীর্ঘ আয়ুর একটি পাখি। এর গড়ন অনেকটাই আমাদের দেশের টিয়া পাখির মতো। তবে এটি আকারে অনেক বড়। মাথা থেকে গলা, বুক ও পিঠ টকটকে লাল। ড্রিম বার্ড হিসেবে বেশ পরিচিত এই পাখি।

স্কারলেট ম্যাকাও বেঁচে থাকে প্রায় ৪০-৪৫ বছরের মতো। এই পাখিকে বুদ্ধিমান পাখি বলা হয়ে থাকে। এই পাখির একটি চমৎকার গুণ হচ্ছে এরা মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করতে পারে।স্কারলেট ম্যাকাও বেশিরভাগ দেখা যায় মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে। এটি সেখানকারই স্থায়ী বাসিন্দা। স্কারলেট ম্যাকাও সবাইকে বেশি আকৃষ্ট করে এর গায়ের বাহারি রঙের জন্য। হলুদ, লাল ও নীল রঙের বাহারে তার মোহনীয় রূপ দিয়ে সবাইকে মুগ্ধ করে সহজেই। সব চেয়ে বেশি আকৃষ্ট করে এর সুন্দর বাঁকা ঠোঁট।
এর ডানার উপরের অংশে হলুদ এবং ডানায় শেষ অংশে সবুজ রঙের বেশ সুন্দর এক প্রলেপ রয়েছে। তাই যখন সে উড়ে বেড়ায় তখন মন হয় এক রঙিন শোভা ছড়িয়ে পরে সবদিকে। দীর্ঘ সময় উড়তে পারে এই স্কারলেট ম্যাকাও।

Macaw parrot price, ম্যাকাও পাখি পালন, macaw bird price in bangladesh, macaw pakhi, macaw bird, macaw, macaw parrot, macaw talking, macaw pakhir dam, ম্যাকাও পাখির দাম, Macaw parrot price, ম্যাকাও পাখি পালন, macaw bird price in bangladesh, macaw pakhi, macaw bird, macaw, macaw parrot, macaw talking, macaw pakhir dam,

This Video Is ‪@pranirporichoy‬

Комментарии

Информация по комментариям в разработке