মেঘ বললো যাবি/শুভ দাশগুপ্ত/Megh bollo jabi/recitation by Ishika/Bangla Kobita/Bengali recitation
Poetry - Megh bollo jabi
poet - Subho Dasgupta
recitation - Ishika
Megh bollo Kobita
Bengali recitation
Bengali poem
Bengali poetry
Bangla Kobita abritti
Chotoder Kobita
Subho Dasgupta Kobita
Ishika Kobita abritti
Ishika r Abritti
কবিতা - মেঘ বলল যাবি
কবি - শুভ দাশগুপ্ত
কন্ঠে - ঈশিকা
ছোটদের বাংলা কবিতা
বাংলা কবিতা আবৃত্তি
মেঘ বলল কবিতা আবৃত্তি
মেঘ কবিতা
মেঘ বললো যাবি?
শুভ দাশগুপ্ত
অনেক দূরের গেরুয়া নদী
অনেক দূরের একলা পাহাড়,
অনেক দূরের গহন সে বন
গেলেই দেখতে পাবি, যাবি?
জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বললো সে মেঘ
যাবি? আমার সঙ্গে যাবি?
দিন ফুরিয়ে রাত ঘনাবে,
রাত্রি গিয়ে সকাল হবে,
নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি।
যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর,
মেঘ বললো যাবি? আমার সঙ্গে যাবি?
কেমন করে যাবো রে মেঘ , কেমন করে যাবো,
নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার
কেমন করে নিয়ম ভেঙে, এ জীবন হারাবো,
কেমন করে যাবো রে মেঘ, কেমন করে যাবো?
মেঘ বললো, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব।
সবুজ পাতায় পাতায়, ভালোবাসা হয়ে ঝরবো,
শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছাসের প্রেম,
ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো,
এই মেঘ, তুই যাবি? আমার সঙ্গে যাবি?
যাবো না মেঘ, পারবো না রে যেতে,
আমার আছে কাজের বাঁধন,কাজেই থাকি মেতে,
কেবল যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি যাই,
সীমার বাঁধন ডিঙিয়ে,দৌড়ে, এক ছুটে পালাই
তখন আমি যাই।
স্বপ্নে আমার গেরুয়া নদী,
স্বপ্নে আমার সুনীল আকাশ,
স্বপ্নে আমার দূরের পাহাড়,সব কিছুকে পাই
জাগরণের এই যে আমি,ক্রীতদাসের মতন
জাগরণের এই যে আমি এবং আমার জীবন
কাজ অকাজের সুতোয় বোনা,
মুখোশ ঘেরা জীবন,
তবু রে মেঘ যাবো,একদিন ঠিক তোরই সঙ্গে,
শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে , যাবো রে মেঘ যাবো,
সেদিন আমি শিমুল পলাশ,
ভিজবো বলে যাবো, পাগল হওয়ায়,
উতল ধারায়,আমায় খুঁজে পাবো,
যাবো রে মেঘ যাবো, যাবো রে মেঘ যাবো,
যাবো রে মেঘ, যাবো।
Информация по комментариям в разработке