মানুষ মৃত্যুর পর কোথায় যায়! || Swami Siddheshananda,Kathamrita Bhavan || PRANARAM Bangla

Описание к видео মানুষ মৃত্যুর পর কোথায় যায়! || Swami Siddheshananda,Kathamrita Bhavan || PRANARAM Bangla

LIVE from Kathamrita Bhaban,RKM ||

মানুষ মৃত্যুর পর কোথায় যায়!
(শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে)
#SwamiSiddheshananda Maharaj
(Head, Kathamrita Bhavan,RKM)
29.04.2020

#pranaram #death মৃত্যু

💥জীবিতাবস্থা থেকে অন্তিম দিন।

ঈশ্বর, ধ্যান, Meditation and Mind, Spirituality, Motivated speech, Fearlessness, God and power

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

--- স্বামী_সোমেশ্বরানন্দ
ধর্মে যে বিভিন্ন লোকের কথা আছে, যেমন দেবলোক, নাগলোক, পিতৃলোক ইত্যাদি, এসব কি সত্যিই আছে?

হ্যাঁ আছে। বিজ্ঞানও কিন্তু নানা ধরণের বিশ্বের কথা বলে (multiverse)। অস্তিত্বের বিভিন্ন মাত্রা (dimension) এগুলি রয়েছে। সমান্তরাল বিশ্ব (parallel universe)। আমরা আছি চার-মাত্রা বিশ্বে। বিজ্ঞানীদের মতে, দশ বা আরও বেশি মাত্রার অস্তিত্ব রয়েছে।

আপনার মন নানা কোষে (পঞ্চকোষ, 5 layers বা অস্তিত্বে বা মাত্রায়) ঘোরাঘুরি করে। অন্নময় বা দৈহিক কোষে একরকম অনুভব করেন, মনোময়ে (মানসিক) অন্যরকম। আচরণের পার্থক্য দেখা যায় এজন্য। যাওয়ার সময় একরকম, আমি-ভাব (I-awareness)। গানে মনোময় আরেকরকম, ধ্যানের সময় চলে যান বিজ্ঞানময়ে (প্রজ্ঞা) যখন আপনার অনুভব চার মাত্রাকে অতিক্রম করে আরেক অস্তিত্বে।

মনের মতো শরীরও বিভিন্ন মাত্রার অস্তিত্বে থাকতে পারে। ঘুমে একরকম, স্বপ্নে আরেকরকম মাত্রায় চলে যান আপনি, অজ্ঞান হলে অন্যরকম। আবার সাধনার সময় আরেকরকম।

মৃত্যুর পর জীব সূক্ষ্ম শরীর ও মন নিয়ে আরেক রকম (ভিন্ন মাত্রার) অস্তিত্বে যায়। এই জীব নিজের সংস্কার অনুযায়ী তরঙ্গ ছড়ায় এবং সম-তরঙ্গের সূক্ষ্ম জীবের সংস্পর্শে আসে। এরা যে স্থানে থাকে তাকে "লোক" (জগ্য) বলা হয়। এমন নানা সূক্ষ্ম লোক রয়েছে।

বিভিন্ন সূক্ষ্মলোক থাকলে আমরা তা দেখতে পাই না কেন? কারণ আমরা স্থূল ইন্দ্রিয় দিয়ে কাজ করি। বিজ্ঞানের মতে, আপনার ঘরের মধ্য দিয়েই হয়তো কোনো অন্য মাত্রার বিশ্ব (parallel universe) চলে গেছে, কিন্তু আপনি তা বুঝতে পারছেন না কারণ আপনারা আলাদা আলাদা মাত্রায় রয়েছেন।

আমাদের বিশ্ব এক বুদবুদের (Bubble) মতো। অসংখ্য এমন বুদবুদ রয়েছে যার কয়েকটা মিলে নতুন জগৎ তৈরি করে আবার দূরেও চলে যেতে পারে। এই সমান্তরাল বিশ্ব ও অসংখ্য বিশ্বের (multiverse) কথা যতই জানবেন ততই মনে হবে ধর্মশাস্ত্রের নাগলোক, পিতৃলোক, পিতৃলোক দেবলোক ইত্যাদি নিছক কল্পনা নয়। ব্রহ্মান্ডে অসীম সম্ভাবনা রয়েছে (Possibilities)। বিভিন্ন মাত্রার (Dimension) বিশ্ব আছে। সত্য (Realism) ও আপাতত যা দেখি (Localism), এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে।
~~~~~~~~~~~~~~~~~~~~

Комментарии

Информация по комментариям в разработке