১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নমুনা বক্তব্য ।
16 december victory day speech
১৬ই ডিসেম্বর বিজয় দিবসের সকল ভিডিও একসাথে playlist Link
• ১৬ই ডিসেম্বর বিজয় দিবস
🇧🇩🇧🇩 ১৬ই ডিসেম্বর 🇧🇩🇧🇩
✓ মহান বিজয় দিবস উপলক্ষে নমুনা বক্তব্য ✓
________________________________________
অতঃপর মা আমি ফিরে এলাম তোমার বুকে কিংবা এ মাটির বুকে,
বুঝে নাও রক্তের দামে কেনা তোমার এ রক্তাক্ত বিজয়!
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক–শিক্ষার্থী ও সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম।
১৯৭১ সাল ডিসেম্বর মাস ১৬ তারিখে আমাদের বিজয়, যা বাঙালির ইতিহাস সর্বোপরি বিশ্ব ইতিহাসে নজিরবিহীন।
৩০ লক্ষাধিক মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়। মা-বোনের সংরক্ষিত সম্ভ্রমের লুটপাটে এ বিজয়। আমরা সেই সব আলোকিত মানুষকে স্মরণ করছি যাদের আলোর পরশে এসেছে মুক্তমনে বাঁচার অধিকার। আমরা সেই সব আলোকিত মানুষকে হাজারো সালাম জানাচ্ছি যারা প্রাণের মায়া ত্যাগ করে এনে দিল এ বিজয়। যারা প্রাণ দিলো তারাই ছিলো জয়ের সারথী ।
মা মাটি চায়, চায় ওরা মায়ের স্বাধীনতা যেখানে থাকবে না চলার পথে কোন অবৈধ নিয়ন্ত্রণ। তাই কবি বলেছেন এভাবেই,
এ আমার মায়ের মাটি আমার ভাইয়ের রক্তের প্রতিদানে ভাষার দেশ।
আমাকে নিষেধ করো না মা!
তোমার অস্তিত্ব তো আমাকেই রক্ষা করতে হবে!
ভেবো না মা আমি ফিরবো বিজয় নিয়ে রক্তের দামে।
প্রিয় সুধীবৃন্দ,
কত যে নির্যাতন সইতে হয়েছে এই বিজয় নিশ্চিতের জন্য, সেটা বলার ভাষা আমার নেই।
এতো নির্যাতন এতো মর্মান্তিক ঘটনা ছিলো কিসের জন্য, আমরা বাঙালি চেয়েছিলাম শুধু নিজের মাতৃভাষাটাকে ধরে রাখতে, আমরা বাঙালি আমরা চেয়েছিলাম নিজের মাতৃভূমিকে ধরে রাখতে, বাঙালি জাতি আমরা শুধু চেয়েছিলাম স্বাধীনভাবে বাঁচতে। এটাতো বড় চাওয়া ছিলো না।
অবশেষে অনেক সম্মানীয় ব্যক্তিবর্গের ত্যাগে এবং বাঙালি জাতির মৃত্যু, আমার মা-বোনদের লজ্জা হারানোর বিনিময়ে আমরা আজকের এই বিজয় পেতে সফল হয়েছি।
তাই আমি লাখো-কোটি সালাম জানাই সেই সব শহীদদের যাদের বিনিময়ে আমরা বাঙালি জাতি এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি।
আমি আর আমার কথা দীর্ঘায়িত না করে শুধু একটা কথাই বলবো যে আমরা যেন মা মাটির জন্য, দেশের জন্য নিঃস্বার্থভাবে সব সময় কাজ করে যেতে পারি এবং লক্ষ লক্ষ শহীদদের মর্যাদা বজায় রাখতে পারি।
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
speech for victory day, victory day speech in bangla, victory day speech bangladesh, 16 december, Victory day, victory day speech Bangladesh, bijoy dibosh boktobbo, bijoy dibosh er boktobbo, bijoy dibosher boktita, 16 december victory day speech, 16 demerber er boktita, bijoy diboser boktita..boktrobo bijoy diboser boktita বিজয় দিবস বিজয় দিবস, 16 december vashon, 16 december boktobbo, 16 deceber, 16 december boktita, বিজয় দিবসের বক্তব্য, বিজয় দিবসের বক্তৃতা, বিজয় দিবস এর বক্তব্য, বিজয় দিবস এর বক্তৃতা, বিজয় দিবস, বিজয় দিবস, নির্ধারিত বক্তৃতা, বাংলা বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিজয় দিবসের বাণী, বিজয় দিবসের বক্তৃতা, বিজয় দিবস এর বক্তব্য, বিজয় দিবসের বক্তব্য, বিজয় দিবস এর বক্তৃতা, বিজয় দিবসের বাণী, 16 ডিসেম্বর বক্তব্য, ১৬ ডিসেম্বর বক্তব্য, ১৬ ডিসেম্বর বক্তব্য ২০২১, ১৬ই ডিসেম্বর এর ইতিহাস, ১৬ ডিসেম্বর ভাষণ, ১৬ ডিসেম্বর উপলক্ষে ভাষণ, ১৬ ডিসেম্বর ১৯৭১, ১৬ ডিসেম্বর, বক্তৃতা দেওয়ার কৌশল, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের বক্তৃতা, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বক্তব্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা, বিজয় দিবস উপলক্ষে বক্তব্য, বিজয় দিবস উপস্থিত বক্তৃতা, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তৃতা, বক্তৃতা বিজয় দিবসের, বিজয় দিবসের বক্তৃতা উপস্থাপন, বক্তৃতা বিজয় দিবস উপলক্ষে, মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা, বক্তব্য ১৬ ডিসেম্বর বিজয় দিবসের, মহান বিজয় দিবস, মহান বিজয় দিবস আজ, বিজয় দিবসের গান, স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের, স্বাধীনতা দিবসের বক্তব্য, বিজয় দিবসের বক্তব্য বা বক্তৃতা বিজয় দিবসের বক্তব্য বা বক্তৃতা, অসাধারণ উপস্থাপনা, বিজয় দিবসের বক্তব্য বা বক্তৃতার অসাধারণ উপস্থাপনা বিজয় দিবসের বক্তব্য বা বক্তৃতার অসাধারণ উপস্থাপনা, বক্তব্য বা বক্তৃতা র নমুনা বক্তব্য বা বক্তৃতা র নমুনা, বক্তব্য উপস্থাপনা বিজয় দিবসের বক্তব্য উপস্থাপনা, বিজয় দিবসের ভাসন ভাষন। বিজয় দিবসের সংক্ষিপ্ত বক্তব্য বা বক্তৃতা, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভাষণ, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের ভাষণ, ১৬ই ডিসেম্বর এর বক্তব্য, ১৬ই ডিসেম্বর উপলক্ষে বক্তব্য উপস্থাপন, ১৬ই ডিসেম্বর উপলক্ষে বক্তব্য, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস এর বক্তব্য, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস এর বক্তৃতা, বিজয় দিবসের ভাষণ, বিজয় দিবসের বক্তব্য বাংলায়, বাংলাদেশের বিজয় দিবসের বক্তব্য, বিজয় দিবসের রচনা, ১৬ই ডিসেম্বর বক্তব্য, ১৬ ডিসেম্বর ভাষন,
#educationalteachingbyabdullah
#16december2022
#16_december
#bijoydibos
#bijoydibosh
#১৬ই_ডিসেম্বর
#১৬ডিসেম্বর
#বিজয়দিবস
#১৬ই_ডিসেম্বর_বিজয়_দিবস
#বিজয়_দিবসের_গান
#বিজয়_দিবস
Информация по комментариям в разработке