খরচ হবেনা বাগান করতে, ভার্মি কম্পোস্ট,পাতা সার, চা পাতা সার তৈরি শিখিয়ে দিলেন প্রণবেশ দা

Описание к видео খরচ হবেনা বাগান করতে, ভার্মি কম্পোস্ট,পাতা সার, চা পাতা সার তৈরি শিখিয়ে দিলেন প্রণবেশ দা

#Varmi_compost #organic_compost #organic_rooftop_Garden

ছাদ বাগান করতে আমাদের প্রচুর খরচ হয়ে যাচ্ছে দিনে দিনে সেই খরচা কমানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে বর্ধমানের দাদা দাদার ইচ্ছা যে বাগান করতে একদম খরচ কম কি করে করা যায় আমি সেই চেষ্টাই করে চলেছে সর্বদা।
আর সেটা সম্পূর্ণ জৈব বা অর্গানিক ভাবে আমরা করছি জৈব ভাবে আবাদান করতে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন হয় সেটা হল গোবর সার ভার্মি কম্পোস্ট বা কিন্তু স্যার আমরা বলতে পারি এছাড়া পাতা পচা সার তার সঙ্গে সঙ্গে চা পাতা সার বাড়িতে আমরা যে চা খায় তার যে ফেলে দেওয়া অংশটি সেটা কিভাবে ব্যবহার করলে সুন্দর একটি ভালো বাগান তৈরি করা যায় সেটা কিন্তু এই ভিডিওতে বলা হয়েছে আর ব্যবহার করার ফলে কি রেজাল্ট আসে সেগুলো কিন্তু জানানো হয়েছে এই ভিডিওতে।

দাদার ইচ্ছা ছাদে একটা সুন্দর বাগান করব সেটা আবার সম্পূর্ণ অর্গানিক ভাবে এই ভিডিওতে দাদার বাগান দেখানো হয়েছে যে অর্গানিক ভাবে তিনি কিভাবে পুরো বাগানটা পরিচালনা পরিচর্যা করছেন।
বাগান করা তার একটা বিরাট নেশায় পরিণত হয়েছে কোন রকম ভাবে এই বাগান ছেড়ে তিনি অন্য কোন জায়গায় চলে যেতে পারেন না এর সাথে সাথে তাদের নিজেদের যে ব্যস্ততম সময় সেখান থেকে সময় বার করে সাথে দ্বিতীয় এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে যেটা আমাদের সকলের মন উদ্বুদ্ধ করবে যে এই বাগানে সকলে মিলে তৈরি করছে সুন্দরভাবে সুস্থভাবে।

এছাড়া আমাদের একটা ভয় থাকে যে ছাদ হালকা করতে
হবে, সেই জন্য মাটি কম ব্যবহার করে আমরা যদি পাতা পচা সার ব্যবহার করি সে ক্ষেত্রে ছাদ অনেক হালকা হবে ও এই বাগানে সেইভাবে টব ব্যবহার করা হয়নি তাই ব্যবহার করা হয়েছে group1 বিভিন্ন সাইজের সেগুলো কিভাবে পাবে কিভাবে ব্যবহার করবে কীভাবে ছিদ্র করবে তার সম্পূর্ণ খুটিনাটি বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে অর্থাৎ ভালো কিছু পেতে গেলে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে ভিডিও দেখার পর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন।

বাড়ির সবাই মিলে যখন বাগান করেন এবং সেই বাগান থেকে যদি জৈব ভাবে বিভিন্ন ধরনের সবজি ফল এছাড়া ঠাকুরকে দেওয়ার জন্য ফুল আমরা ফোটাতে পারি এর থেকে আনন্দের আর কি আছে তাই রোজ দুপুর 1 টায় ছাদে কিভাবে বাগান হবে তার সবকিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয় আপনাদের এই প্রিয় চ্যানেলটিতে চ্যানেলের সঙ্গে সর্বদা সবসময় দুপুর একটায় আমার সাথে আপনারা থাকবেন প্রচুর মানুষ থাকে এই চ্যানেলের সঙ্গে রোজ দুপুরে আমি চাই আরও আরও মানুষ যুক্ত হলে তা অবশ্যই ভিডিও ফলো করুন ও যারা বাগান করে না তাদেরকে শেয়ার করুন।

Комментарии

Информация по комментариям в разработке