Shagordari Modhupolli jessore | মধুপল্লী সাগরদাড়ী যশোর | মহাকবি মাইকেল মধুসুদন এর জন্মভিটা

Описание к видео Shagordari Modhupolli jessore | মধুপল্লী সাগরদাড়ী যশোর | মহাকবি মাইকেল মধুসুদন এর জন্মভিটা

যশোর শহর থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় ৪৫ কিমি দূরে, কেশবপুর উপজেলায় এই সাগরদাঁড়ি গ্রামটি। আর মাইকেলের জন্মভূমি সেই সাগরদাঁড়ি গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে কপোতাক্ষ নদ। নানান প্রাচীন স্থাপনা আর কবির স্মৃতি সমৃদ্ধ দত্ত বাড়ি। কুটিরের আদলে তৈরি প্রধান ফটক পেরিয়ে প্রবেশ করতে হয় মধু পল্লীতে। সামনেই পড়বে কবির আবক্ষ মূর্তি। ঠিক ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে কবির বসতঘর, পুরানো মন্দির ও কবির ব্যবহৃত ঘাট, আলমারি, চেয়ার- টেবিলসহ নানা জিনিসপত্র দিয়ে সাজানো জাদুঘর। এছাড়া দেখা মিলবে কবির নিজ হাতে লেখা কবিতা, পুরাতন ছবি ইত্যাদি।

১৯৬৫ সালে তখনকার সরকার এই বাড়িটি পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। তারপর অনেক দিন প্রায় অরক্ষিত হিসেবে পড়ে থাকে বাড়িটি। তবে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ব্যাপক সংস্কার করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তখন পুরো এলাকাটি দেয়াল দিয়ে ঘিরে কুটিরের আদলে গেট, একটি মঞ্চ ও দুইটি অভ্যর্থনা স্থাপনা নির্মাণ করা হয়। বর্তমানে মধু পল্লীর যে রুপ আপনারা দেখতে পাবেন তা তখনকার পুনসংস্কারের ফসল।

Комментарии

Информация по комментариям в разработке