জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। ময়মনসিংহের সবচেয়ে পুরাতন ও বড় মাদ্রাসা।

Описание к видео জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। ময়মনসিংহের সবচেয়ে পুরাতন ও বড় মাদ্রাসা।

#jamiaislamia
#madrasah
#jantehobe2
জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। ময়মনসিংহের সবচেয়ে পুরাতন ও বড় মাদ্রাসা।

আল জামিয়া আল ইসলামিয়া ময়মনসিংহ (জামিয়া ইসলামিয়া মোমেনশাহী নামেও পরিচিত) ময়মনসিংহ জেলার চরপাড়ায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। ১৯৪২ সালে মনজুরুল হক ও নেওয়াজ আলীর নেতৃত্বে শহর ও শহরতলীর আলেম ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসার জমি দান করেন নেওয়াজ আলীর সহধর্মিণী রহমজান খাতুন। শুরুতে মাদ্রাসার নাম ছিল ‘দারুল উলুম’। ১৯৭৬ সালে আশরাফ আলী থানভীর খলিফা আতহার আলী মাদ্রাসার পৃষ্ঠপোষকতার দায়িত্ব গ্রহণের পর মাদ্রাসার নাম পরিবর্তন করে বর্তমান নামটি রাখা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসার অগ্রগতিতে ফয়জুর রহমান, মিয়া হোসাইন সহ প্রমুখ আলেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাদ্রাসার বর্তমান মহাপরিচালক আনওয়ারুল হক।

জামিয়া ইসলামিয়া ময়মনসিংহ

প্রাতিষ্ঠানিক লোগো

প্রাক্তন নাম

দারুল উলুম মাদ্রাসাধরনকওমি মাদ্রাসাস্থাপিত১৯৪২ ইংপ্রতিষ্ঠাতামনজুরুল হক

মূল প্রতিষ্ঠান

দারুল উলুম দেওবন্দঅধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ

ধর্মীয় অধিভুক্তি

ইসলামআচার্যআনওয়ারুল হকঅবস্থান

চরপাড়া, ময়মনসিংহ

Комментарии

Информация по комментариям в разработке