শীতের ভূত: সঞ্জীব চট্টোপাধ্যায়।

Описание к видео শীতের ভূত: সঞ্জীব চট্টোপাধ্যায়।

শীতের ভূত: সঞ্জীব চট্টোপাধ্যায়।
আত্মা, পরমাত্মা, প্রেতাত্মা । পরস্পর জড়িত। মৃত্যুর পর শরীর থাকবে না। প্রশ্ন হল প্রানটা যাবে কোথায় ? গেল কোথায় ! জন-মানব শূন্য নির্জন বাড়ি, গভীর রাতে একা আমি। ভয়। জয়ের অপর নাম কি ভূত। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের যাবতীয় ভৌতিক অভিজ্ঞত কি নিছক গল্প কথা ? না। সাধক যাঁরা, তাঁরা ভগধান ও ভূত দুটিই প্রত্যক্ষ করেছেন । মহাসাধকতুলসীদাস এক প্রেতের কৃপায় ভগবানের দর্শন পেয়ে সিদ্ধ হয়েছিলেন।
আমারা এখানে ভূত, প্রেত বা অলৌকিক কোনও ব্যাপারকেই প্রচার করতে চাইছিনা। বক্তা লেখক সঞ্জীব চট্টোপাধ্যাএয় এখানে শুনিয়েছেন তাঁর কিছু অভিজ্ঞতার কথা। সঙ্গে তিনি বলেছেন ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের অলৌকিক দর্শনের কথা। নমস্কার।
Apurba Chatterjee, [email protected] , facebook.com/apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★ Subscribe to us: sanjibani sudha,

Комментарии

Информация по комментариям в разработке