ভারত ও নেপাল সীমান্তের অফবিট গ্রাম। Gufapatal village, Rudraa's Eco hut

Описание к видео ভারত ও নেপাল সীমান্তের অফবিট গ্রাম। Gufapatal village, Rudraa's Eco hut

#Gufapatal
#rudraasecohut


গুফা পাতাল কিভাবে যাবেন?

বাসে অথবা ট্রেনে যেকোনোভাবে চলে আসুন শিলিগুড়ি অথবা এনজিপি। শিলিগুড়ি থেকে প্রাইভেট কার নিয়ে সরাসরি চলে আসতে পারেন গুফা পাতাল। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ৫৬ কিলোমিটার, মিরিক থেকে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার।
সুখিয়া পোখড়ি গামী যে কোন গাড়িতে নেমে যান গুফা পাতাল এর পাশেই SSB ক্যাম্পে, এখান থেকে হাটা দূরত্ব।







গুফা পাতালে কোথায় থাকবেন?

এখানে থাকার জন্য রয়েছে রুদ্রস ইকো হাট। ইগলু টেন্ট রয়েছে, এছাড়াও কটেজ রয়েছে।





গুফা পাতালে কি দেখবেন ?

ভারত ও নেপাল সীমান্ত অবস্থিত এই গ্রামে, রয়েছে গুফা পাতাল ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্গা দেখতে পাবেন। এখানে সব থেকে সুবিধা হল নেপাল এবং ভারত দুই দেশ থেকে একসাথে কাঞ্চনজঙ্ঘা দেখা। এছাড়া ভারতের দিক থেকে সূর্যদয় এবং নেপালের দিক থেকে সূর্যাস্ত দেখা যায়।

Комментарии

Информация по комментариям в разработке