কি কি কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে || HKB Legal Advice

Описание к видео কি কি কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে || HKB Legal Advice

কি কি কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে

কাবিননামার ১৮ নম্বর কলামে তালাকের ক্ষমতা না থাকা সত্বেও স্ত্রী, তার স্বামীকে তালাক প্রদান করতে পারেন।
বিবাহ বিচ্ছেদ আইন, ১৯৩৯ অনুযায়ী বিবাহিত কোন মহিলা নিচের যে কোন কারণে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে মামলা দায়ের করতে পারেন।
১। চার বছর পর্যন্ত স্বামীর কোনও খোঁজখবর পাওয়া না গেলে।
২। দুই বছর যাবত স্বামী কর্তৃক অবহেলিত এবং স্বামী ভরণপোষণ দিতে ব্যর্থ হলে।
৩। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১’র বিধান লঙ্ঘন করে স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলে।
৪। স্বামী ৭ বছর বা তার বেশি মেয়াদের জন্য কারাদন্ডে দন্ডিত হলে।
৫। স্বামী কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তিন বছর ধরে দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হলে।
৬। বিয়ের সময় স্বামী পুরুষত্বহীন হলে এবং এই অবস্থা অব্যাহত থাকলে।
৭। দুই বছর ধরে স্বামী অপ্রকৃতিস্থ (পাগল) থাকলে, কুষ্ঠ রোগ বা সংক্রামক ব্যাধিতে ভুগলে।
৮। ১৮ বছর বয়স হওয়ার আগেই যদি অভিভাবকের মাধ্যমে বিয়ে দেওয়া হয় এবং স্বামী-স্ত্রী সহবাস বা বসবাস না করে, তাহলে ১৯ বছর বয়স হওয়ার আগেই এই বিয়ে প্রত্যাখ্যান করলে।

৯। এছাড়া স্ত্রীর প্রতি স্বামী নিষ্ঠুর আচরণ করলে। এক্ষেত্রে নিষ্ঠুর আচরণগুলো হল:
(ক) স্বভাবগতভাবে তাকে মারপিট বা, শারীরিক নির্যাতন ছাড়াও নিষ্ঠুর আচরণ করে স্ত্রীর জীবন দুর্বিষহ করে তুললে।
(খ) খারাপ চরিত্রের মহিলাদের সঙ্গে মেলামেশা করলে বা অনৈতিক জীবনযাপন করলে।
(গ) স্ত্রীকে অনৈতিক জীবনযাপানে বাধ্য করার চেষ্টা করলে।
(ঘ) স্ত্রীর সম্পত্তিতে হস্তক্ষেপ করলে বা, তার স্ত্রীর সম্পত্তির অধিকারে বাধা প্রদান করলে।
(ঙ) স্ত্রীর ধর্মকর্ম পালনে বাধা দিলে।
(চ) একাধীক স্ত্রী থাকলে পবিত্র কোরআনের বিধান মোতাবেক সমভাবে আচরন করতে ব্যর্থ হলে।


উপরে উল্লিখিত কারনে কাবিননামার ১৮ নম্বর কলামে তালাকের ক্ষমতা না থাকা সত্বেও স্ত্রী, তার স্বামীকে তালাক প্রদান করতে পারেন। তবে স্ত্রীকে এক্ষেত্রে আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দিতে হবে।

Комментарии

Информация по комментариям в разработке