#Green_Line_Water_Ways_2

Описание к видео #Green_Line_Water_Ways_2

SAM TV |এম ভি গ্রীনলাইন ২ ওয়াটার বাস টি ঢাকা সদরঘাট এর লালকুঠি ঘাট থেকে প্রতিদিন ৮ঃ৩০ মিনিট ও ভোলার ইলিশা ঘাট থেকে প্রতিদিন ১২ঃ৩০ মিনিটে নিয়মিত চলাচল করেন।
ভাড়ার তালিকা: বিজনেস ক্লাস – ১০০০ টাকা ও ইকোনোমিক ক্লাস ৭০০ টাকা এবং প্রতিটি ট্রিপেই যাত্রীদের জন্য রয়েছে হাল্কা নাস্তার সু – ব্যবস্থা।
সম্প্রতি গত ৩০ জুলাই ২০২০ রোজ বৃহস্পতি বার থেকে ঢাকা – ইলিশা (ভোলা) নৌ রুটে দিনের বেলা দ্রুত গতির সার্ভিস এ নতুন আঙ্গিকে যুক্ত হয়েছে, ভোলা কেন্দ্রিক স্বনামধন্য লঞ্চ অপারেটর ” মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোং ” এর রিনোভেশন কৃত নৌযান ” এম ভি কর্ণফুলী ১৪ “।
ভাড়ার তালিকা ও যোগাযোগ নম্বর ও আরো বিস্তারিত জানতে উপরের এম ভি কর্ণফুলী ১৪ লিখাটিতে ক্লিক করুন।

এম ভি এ্যাডভেঞ্চার ৫ নামে আরো একটি ক্যাটামেরান জাহাজ দ্রুত গতির ডে সার্ভিস এ চলমান আছে ঢাকা – ইলিশা (ভোলা) নৌ পথে । মেসার্স নিজাম শিপিং লাইন্স এর সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ক্যাটামেরান জাহাজ টি, প্রতিদিন দুপুর ২.৩০ মিনিটে ইলিশা (ভোলা) এর উদ্দেশ্যে বিরতিহীন ভাবে ছেড়ে যায় । ইলিশা (ভোলা) থেকে ছেড়ে আসে প্রতিদিন সকাল ৮.০০ মিনিট । এতে রাজধানী ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলা তে আসতে ৫ ঘন্টার ও কম সময় লাগে।

ভাড়ার তালিকাঃ ইকোনমি ক্লাসঃ ৬০০ টাকা , বিজনেস ক্লাসঃ ৮০০ টাকা ।

ঢাকা থেকে ইলিশা লঞ্চ ঘাট (ভোলা) এর উদ্দেশ্যে দিবা সার্ভিস এর জাহাজ গুলোর টিকেট বুকিং ও যোগাযোগ নম্বরঃ
এম.ভি গ্রীনলাইন ২ এ আপনার আসন টি অগ্রীম নিশ্চিত ও বুকিং করতে যোগাযোগ করুনঃ

০১৭ ৩০০ ৬০০ ৭১ থেকে ৭৭ পর্যন্ত (ঢাকা কাউন্টার সহ গ্রীনলাইন এর সকল বাস কাউন্টার এ টিকেট পাবেন)
০১৭৩০ ০৬০ ০১৭ (ইলিশা কাউন্টার)
০১৭৩০ ০৬০ ০১৮ (ভোলা কাউন্টার)

যে কোনো প্রয়োজনে যোগাযোগ- ১৬৫৫৭ (হটলাইন)

Комментарии

Информация по комментариям в разработке