Itachuna Rajbari - A historical place in West Bengal || ইটাচুনা রাজবাড়ীর অজানা ইতিহাস || Itachuna

Описание к видео Itachuna Rajbari - A historical place in West Bengal || ইটাচুনা রাজবাড়ীর অজানা ইতিহাস || Itachuna

Itachuna Rajbari - A historical place in West Bengal || ইটাচুনা রাজবাড়ীর অজানা ইতিহাস || Itachuna

Official website of Itachuna Rajbari where all the room details with tariff is there:
http://www.itachunarajbari.com/

যানজট অসহ্য গরম ঘর্মাক্ত কলকাতা দূরত্ব পুড়ে যাওয়া কলকাতা এক লোকের সঙ্গে ঠোকাঠুকি জনসমুদ্র দমবন্ধ কলকাতা এই বৃষ্টি হঠাৎ বৃষ্টির জল জমার কলকাতা সত্যি মাঝে মাঝে পাগলের মত অভির বন্ধু ইট কাঠ পাথরের কংক্রিটের শহর থেকে মন পাড়ি দেয় অন্য কোথাও অপেক্ষা শুধু সপ্তাহ শেষে যতসামান্য তল্পিতল্পা নিয়ে কোনোক্রমে পালিয়ে যাওয়ার তখন প্রতিদিনের ছাপোষা জীবন আর তুচ্ছতা কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যদি একটা চলে যাওয়া যায় ইতিহাস মাখা কোন রাজবাড়ীতে যদি যান্ত্রিক আধুনিকতার শতাংশ ছুড়ে ফেলে কাটানো যায় কিছু রাজকীয় দিনরাত তাহলে তো কথাই নেই জন্য থেকে খানিক দূরে হুগলির ইতাচুনা রাজবারি প্রস্তুত আভিজাত্যের চাদরে মোড়া কিছু মুহূর্ত উপহার দিতে হ্যালো এভরি ওয়ান ওয়েল্কাম ব্যাক টু ব্যাক এলসি t&im সনচিতা ইতিহাসের গন্ধমাখা অন্দরমহল খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে মনে পড়ে শৈশবের গন্ধমাখা ঘুমপাড়ানি ছড়া মারাঠা থেকে দুর্দান্ত বরগীতর যৌথ আদায়ের জন্য তখন বারবার হানা দিচ্ছে এ রাজ্যে সেই সময়ই বডি বাহিনীর কেউ কেউ প্রচুর ধনসম্পত্তির অর্জন করে স্থায়ীভাবে বঙ্গদেশে থেকে যান ইটাচুনা রাজবাড়ী প্রতিষ্ঠাতা করেছিলেন তার উদাহরণ এই গুনটা থেকেই পড়ে হয় কুন্ডু কুন্ডু বংশধররা 1764 সালে এই রাজবাড়ী তৈরি করেন বর্গীদের বাড়ি বলে স্থানীয় মানুষ একে বর্গীদাঙা শহরের সীমানা ছাড়িয়ে গাছগাছালি মোরা মেঠোপথ মাইলের পর মাইল সবুজে ঘেরা চাষের জমি কত শিশুদল চৌধুরী অদ্ভুত প্রশান্তি দেয় হৃদয় কি পথ শেষ হয় রাজবাড়ির বিশাল ফটকের ভেতরে পা দিলে কেমন যেন গা ছমছম করে ওঠে তালের নিয়মে শেষের কিছুই আর অবশিষ্ট নেই এখন তাও পুরনো দেওয়ালের প্রাচীন গন্ধ ও স্বাদ আলপনা দেওয়া বিরাট নাটমন্দির প্রাঙ্গণজুড়ে বিরাট বিরাট বাতিস্তম্ভ প্রকাণ্ড ঝাড়বাতি দিয়ে সাজানো ইতিহাসের গন্ধমাখা সুবিশাল বৈঠকখানা মুহূর্তে অন্য এক জগতে দরজা খুলে দেয় চোখের সামনে এই বাড়িতে কান্নাকাটি করে ইতিহাস পুরনো প্রথমে নিয়েই বাড়ির অন্দরমহল বড়লোক সম্পূর্ণ আলাদা কাছারিবাড়ি হিসেবের ঘরবাজার সরকারের ঘর পেরিয়ে তবে অন্দরমহলে পা সেই যে বাবার আদরের মেয়ে কৌতুহলী মায়া ময় চোখের ভেতর মহলের বারান্দার একটা ছোট্ট জানলা খুলে চোখ রেখেছিল জমিদার বাবার কাছে চাকরিপ্রার্থী পুরুষটির থেকে প্রথম দর্শনেই প্রেমে সোনাক্ষী সিনহা আর রণবীর সিংয়ের লুটেরা ছবির শুটিং এই বাড়িতেই হয়েছিল বাড়ির মেয়েরা যাতে ওদের জানলা খুলে বাইরে টা দেখতে পান অথচ তাদের কেউ দেখতে না পান সেই ব্যবস্থা করা ছিল অলিন্দের ছোট ছোট জানালা করে বাড়ি সবই সাবেক প্রধান কর্মকর্তার সারিবদ্ধ বহু পুরনো আসবাবপত্র বিরাট সিন্দুক কারুকার্যমন্ডিত পালনকো সবই বাড়ির লম্বা নির্মলেন্দু জানালা দিয়ে দেখা বাইরে সবুজের সমারোহ ফিরকির পুকুরের নুয়ে পড়া গাছ ছবি বড় মায়াবী মন কেমন করা লম্বা বাতিস্তম্ভের ঠাকুরদালান প্রকারভেদ এর বেলায় দূর হওয়া আলোড়িত করেছে আই রাতের নিবিড় অন্ধকার ঠান্ডা স্রোত বয়ে যায় বুকের ভেতর দিয়ে আকাশের দিকে তাকালে মনে হয় নক্ষত্রের রাত বুজি একেই বলে অন্ধকারে হীরের টুকরো ছড়িয়ে দেখেছে কেউ স্টেটমেন্ট বিচ্ছুরিত শহুরে জীবনে এমন রাত তো আসে না সং ভারতের ঘণ্টাধ্বনি ভেসে আসে রাজবাড়ী দালান থেকে আরও রাতের দিকে এক বাসুরিয়া পাশের গ্রাম থেকে রোজ বাঁশি বাজাতে আসেন রাজবাড়ীতে তার নির্মোক দু'বাসের মন খারাপ করা মেঠো সুর ভেসে যায় হাওয়াই খেলা করে নিস্তব্ধ বাড়ি আনাচে-কানাচে রাজবাড়ীর খাওয়ার ব্যবস্থা ও রাজকীয় অথেন্টিক বাঙালিরান্না বলতে যা বোঝায় পাওয়া যায় এখানে বনেদি জমিদারবাড়ির অন্দরসজ্জায় সজ্জিত ঝকঝকে কাসার থালা বাটি তে পরিবেশিত এই খাবারের স্বাদ বহুদি একটু ঘুরে দেখতে চাইলে যাওয়া যেতে পারে 12 কিমি দূরের পান্ডুয়ায় বিশালতার পাশেই ইতিহাস মন্ডিত মসজিদের ধ্বংসাবশেষ এই জায়গাটির আকর্ষণ 1340 সালের 125 ফুট উঁচু মিনার নির্মিত হয় কোন একসময় গৌতম বুদ্ধের উত্তরপুরুষ এখানকার পাণ্ডু রাজার সঙ্গে দিল্লির সুলতান ফিরোজ শাহ খিলজী এক তুমুল যুদ্ধ হয় সুলতানের হয়ে সাহিত্য সফিউদ্দিন এই যুদ্ধে নেতৃত্ব দেন যুদ্ধে পরাজিত হয়ে পান্ডুর সপরিবার আত্মহত্যা করে বিজয় স্তম্ভ হিসেবে মিনার নির্মাণ করে বিজয়ীরা পরে পাশের বাড়ি মসজিদের আজান মিনার হিসেবে ব্যবহৃত হয় এটি আবার অনেক ঐতিহাসিকদের মতে এই মিনতি পান্ডুরাজার বিষ্নু মন্দিরের চূড়া যুদ্ধের সময় মিনিট রেখে বাকি পুরো ধুলোয় মিশিয়ে দেওয়া হয় এখন আর কিছুই অবশিষ্ট নেই দেখার মত সুন্দর ইটের গাঁথনি সারিবদ্ধ পিলার নিস্তব্ধ সোনালী দিনের সাক্ষ্য বহন করে গ্রামের মধ্যে রাস্তা ধরে গেলে 200 বছরের পুরনো মহানদী কালিবাড়ি সরল সাদাসিদে গ্রামের মানুষ গুলি সদরে পথ দেখিয়ে নিয়ে যাবেনই মোড়া মন্দির দিতে প্রস্তুত চাতাল পাখির কলকলানি প্রশান্তি দেয় হৃদয়কে জনশ্রুতি রানী রাসমণি এখানে নিয়মিত পুজো


#Itachuna_Rajbari #ইটাচুনা_রাজবাড়ী #ইটাচুনা_রাজবাড়ীর_অজানা_ইতিহাস #Itachuna_Rajbari_A_historical_place_in_West_Bengal #Wonder_Curiosity #rajbari_in_west_bengal

Комментарии

Информация по комментариям в разработке