সূরা ইয়াসিন | surah yasin bangla | সূরা ইয়াসিন বাংলা উচ্চারণ | sura yasin bangla uccharon | part 2

Описание к видео সূরা ইয়াসিন | surah yasin bangla | সূরা ইয়াসিন বাংলা উচ্চারণ | sura yasin bangla uccharon | part 2

সূরা ইয়াসিন | surah yasin bangla | সূরা ইয়াসিন বাংলা উচ্চারণ লেখা | surah yasin bangla uccharon
সূরা ইয়াসিনের ফযিলত.......

সূরা ইয়াসিন প্রথম পর্ব
   • সূরা ইয়াসিন | surah yasin bangla | স...  

১ তাফসীরে রুহুল বয়ানে একটি হাদিসে বর্ণিত আছে যে, সূরা ইয়াসীন পাঠ করবে তার সকল মকসুদ হাসিল হইবে। তাফসীরে (কামালাইন)

২ তিরমিযী শরীফে হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেন, প্রতিটি জিনিসের একটি কলব আছে। কোরানের কলব হইল সূরা ইয়াসীন।

৩ হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, মহানবী (সাঃ) বলিয়াছেন, উহা আমল এবং ব্যবহার কর। কেননা, উহাতে রহিয়াছে দশটি নিয়ামত। যথাঃ

এই সূরা পাঠ করিলে ক্ষুধা ধূরীভূত হয়।
এই সূরা পাঠ করিলে পিপাসা দূর হয়।
যাহার পরিধেয় বস্র নেই, তাহার বস্রের ব্যবস্থা হয়।
বিবাহ হইতে যাহার বিলম্ব হয়, তাহার বিবাহের ব্যবস্থা হয়।
ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় এবং বিপদ হইতে রক্ষা পাবে।
কোন ব্যক্তি কারাগারে আটকা পড়িলে অতি শীঘ্রই মুক্তি পাবে।
মুসাফির ব্যক্তি পাঠ করলে সফরে বন্ধু মিলিয়া যায়।
কোন কিছু হারিয়ে গেলে ঐ জিনিস ফিরিয়া পাওয়া যায়।
মুমূষ লোকের পাশে পাঠ করলে উক্ত ব্যক্তির মৃত্যু কষ্ট লাঘব হয়।
রোগান্তর ব্যক্তি পাঠ করলে উক্ত ব্যক্তি আরোগ্য লাভ হয়।
সূরা ইয়াছিন নাযিল ও ফজিলত:-
১. মক্কাবাসীরা হযরত মুহাম্মদ (সাঃ)কে উপহাস করে বলতো, ইয়াতিম ও নিরক্ষরহযরত মুহাম্মদ (সঃ) কি করে নবুয়তেরদাবী করতে পারে?
অবিশ্বাসীদের এইপ্রশ্নের উত্তরে মহান আল্লাহ তায়ালা এইসুরা নাযিল করেন।
২. মহান আল্লাহতায়ালা সুরা ইয়াছিনেরমাধ্যমে নবুয়তের সত্যতা প্রমান করেছেন।
৩. হযরত মুহাম্মদ (সাঃ)সুরা ইয়াছিনকে কালাবুল কোরআন অথ্যাৎকোরআনের হৃদয় বলে ঘোষনা দিয়েছেন।
৪. সুরা ইয়াছিনে আল্লাহ তায়ালারতাওহীদ ও অদ্বিতীয়শক্তি মহিমা বা কোরআনের পবিত্রতা ওগৌরব, নবী করিম (সাঃ) নুবয়ত, রেসালাতও ইসলামের সত্যতা,
কেয়ামতের দিনপুনরুত্থান ও পরকালের বিষয় উল্লেখথাকায় এই সুরার গুরত্ব অত্যন্ততাৎপর্যপূর্ন।
৫. তিরমিজী শরীফে উল্লেখ রয়েছে,সুরা ইয়াছিন একবার পাঠ করলে দশবারকোরআন খতম করার নেকী হয় এবং পাঠকেরসব গুনাহ মাফ হয়।
৬. হাদীসে আরো বলা হয়েছে,রাতে সুরা ইয়াছিন পাঠ করলে নিস্পাপঅবস্থায় ঘুম থেকে উঠা যায় এবং পূর্বেরগুনাহ মাফ হয়ে যায়।
৭. যে ব্যক্তি সুরা ইয়াছিনবেশী বেশী পড়ে থাকে কেয়ামতেরদিন এই সুরাই তার জন্য আল্লাহরদরবারে সুপারিশ করবে।
৮. নবী করিম (সাঃ) আরো বলেছেন,যে ব্যক্তি নিয়মিত সুরা ইয়াছিন পাঠকরবে তার জন্য জান্নাতেরআটটি দরজা খোলা থাকবে
৯. বুজ্জরগানে ওলামায়ে কেরামগনবর্ননা করেছেন, বিপদ-আপদ ও রোগ ব্যধিরসময় এই সুরা পাঠ করলে সম্পূর্ন মুক্তি লাভ হয়।
মুমুর্হ ব্যক্তির কাছে এই সুরা পড়লে মৃত্যুযন্ত্রনা লাঘব হয় এবং কবরেরকাছে সুরা ইয়াছিন পড়লে কবরের আযাবথেমে যায়।সুরা ইয়াছিনের আরো অনেক ফজিলত ওবরকত রয়েছে।
আল্লাহ আমাদের তাওফিকদান করুন,যাতে করে আমরা সুরা ইয়াছিনেরসার্বিক বরকত ও ফজিলতের ধণ্যহতে পারি। আমিন।(শেয়ার করুন)

বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।

😀 Follow Us Socially 😀

🌐 subscriber:    / @quranshikkha  

🌐 My Facebook:   / khalet.sayfu.  .

🌐 Facebook page:   / quranshikkha.  .

🌐 Facebook group:   / 21919.  .

🌐 Twitter :   / khaled48372974  

🌐 Instagram:   / quranshikk  

#sura#surah_yasin_bangla#সূরা_ইয়াসিন

Комментарии

Информация по комментариям в разработке