ডিম পাড়া রাজহাঁস নিন সরাসরি খামারে এসে | Goose farm Bangladesh

Описание к видео ডিম পাড়া রাজহাঁস নিন সরাসরি খামারে এসে | Goose farm Bangladesh

ডিম পাড়া রাজহাঁস নিন সরাসরি খামারে এসে | Goose farm Bangladesh

রাজাহাস বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় হাঁস পূর্ণাঙ্গ বয়সে এক একটি রাজা সর্বোচ্চ 6 থেকে 8 কেজি পর্যন্ত হয় সাধারণত রাজহাঁস শীতকালে ডিম দেয়। এ সময় তারা নিজেরাই নিজেদের ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়।এক একটি রাজা হাঁস প্রথম অবস্থায় ডিম দেয়া শুরু করে প্রথমে ১৫ থেকে ২০ টা ডিম দেয়, পরবর্তী বছরে আরো ডিম বাড়ে।রাজহাঁস সবচেয়ে বেশি ঘাস শাকসবজি লতা পাতা খেয়ে থাকে, খাদ্যের প্রায় ৬০ থেকে ৭০% ঘাস খাওয়ানো যেতে পারে রাজহাঁসকে।এইজন্য রাজহাঁস পালনে সবচেয়ে বেশি লাভ। তাছাড়া মার্কেট ভ্যালু বলতে বলা যায় যে রাজহাঁসের দাম সবচেয়ে বেশি হয়ে থাকে। প্রতিটি রাজহাঁস সময় অনুযায়ী ১২০০ টাকা থেকে থেকে ২৮০০ টাকার উপরে ও বিক্রি হয় বাজারে।তাছাড়া রাজহাবাচ্চা হাঁস নিয়েও লাভবান হওয়া সম্ভব এবং ডিম পাড়া রাজহাঁস নিয়ে লাভবান হওয়া সম্ভব,ইনশাআল্লাহ।

#রাজহাঁস
#Goose_Farm_BD

Комментарии

Информация по комментариям в разработке