আপনার গাড়ীতে ব্যবহৃত জিপিএস ট্রাকার কতটা কার্যকরী Best Bike Security In Bangladesh | TechLock GPS |

Описание к видео আপনার গাড়ীতে ব্যবহৃত জিপিএস ট্রাকার কতটা কার্যকরী Best Bike Security In Bangladesh | TechLock GPS |

লোকমুখে শুনেছি এবং অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি জিপিএস ট্র্যাকার লাগালে গাড়ি চুরি নাকি অসম্ভব। আজ পরীক্ষা করেছি একটি মোটর সাইকেলে লাগানো জিপিএস দিয়ে। এই পরীক্ষাটি করে দেখা গিয়েছে মোটরসাইকেলটি যেখানে রাখা ছিল জিপিএসে তার সঠিক লোকেশন দেখাতে পারেনি। এই জিপিএস কতটা কার্যকরী সহজেই বুঝতে পারছেন এর থেকে অন্য কোন ভালো ব্রান্ডের জিপিএস আছে কিনা আর যদি থেকে থাকে তাহলে সেগুলোতে কেমন কাজ করে সেটা পরীক্ষা করে না দেখলে বুঝা যাবেনা। এই গাড়িতে যে Tass lock জিপিএস ব্যবহার করা হয়েছে সেই জিপিএস গাড়িটি খুঁজে বের করতে কোন প্রকার সাহায্য করেনি। গাড়ী রাখা ছিলো এক জায়গায় আর জিপিএস ট্রাকারে লোকেশন দেখাচ্ছে অন্য জায়গায়, এমনকি গাড়ীর কাছে গিয়েও গাড়ীর লোকেশন সার্চ করলে লোকেশন অন্য জায়গায় দেখায়। সুতরাং এই জিপিএস কতটা কার্যকরী ঠিক বুঝতে পারলাম না। এই কোম্পানীর কোনো কলা-কৌশলী যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে নেগেটিভ মাইন্ডে না নিয়ে যদি এর কোন সঠিক দিক নির্দেশনা থেকে থাকে তবে সে মোতাবেক আমাকে সাজেশন দিলে উপকৃত হব।
#জিপিএস_ট্রাকার_কতটা_কার্যকরী#gkd_vlogs

Комментарии

Информация по комментариям в разработке