যে আমলে আল্লাহ বেশি খুশি হন।

Описание к видео যে আমলে আল্লাহ বেশি খুশি হন।

হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি- আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান! যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার গোনাহ ক্ষমা করতে থাকব। তোমার গোনাহের পরিমাণ যত বেশি এবং যত বড়ই হোক না কেন। এ গোনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব। এ ব্যাপারে আমি কোনো (ব্যক্তির) পরোয়া করব না।


Cradit for Video clips:
*pixaby
*pexels

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক,

*ভয়েস অফ ইসলাম*চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভাল আছেন।

মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি তিনি আমাদের এই চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন। সব নবী-রাসুলই দাওয়াত, তালিম ও তারবিয়াতের কাজ করেছেন। ইসলামের আলো মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। যেহেতু নতুন করে কোনো নবী ও রাসুল আর আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত দাওয়াত, তালিমে দ্বীনের কাজ আখেরি নবীর উম্মত তথা উম্মতে মুহাম্মদীকেই করে যেতে হবে।

ভয়েস অফ ইসলাম চ্যানেলটি ইসলামের ইতিহাস, ইসলামের আলো, ইসলামিক কাহিনী, ইসলামিক জীবন, মোটিভেশনাল ভিডিও, দাওয়াতের একটি ক্ষুদ্র অনলাইন মাধ্যম।

💌বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও বিমান চালককে আপনি চেনেন না, ট্রেনে আপনি আরাম করে বসে থাকেন যদিও ট্রেন চালককে আপনি চিনেন না, বাসে আপনি আরাম আয়েশ করে বসে থাকেন যদিও বাস চালককে আপনি চেনেন না। তাহলে কেন আপনি আপনার জীবন নিয়ে নিশ্চিত থাকছেন না। যখন আমরা জানি তিনিই এর পরিচালক।
সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।


___________________________________

অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য।

আপনাদের ভালো লাগাই আমার সফলতা।

আপনাদের এক একটি কমেন্ট, লাইক ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাকে আরও দায়িত্বশীল করে তোলে।

আপনাদের ভালোলাগা আর খারাপ লাগার বিষয়-গুলো আমাকে অবশ্যই জানাবেন।
আপনাদের সব কমেন্টের রিপ্লাই করতে না পারলেও অনেক যত্ন নিয়ে পড়ি। সত্যিই অনেক ভালো লাগে আপনাদের মতামত-গুলো পড়ে।
__________________________________

"অপরকে এমন কিছু দাও, যেটা কখনো ফিরিয়ে নেওয়া যায় না"

#ভয়েস অফ ইসলাম #ইসলামের ইতিহাস #ইসলামিক মোটিভেশন #ইসলামি স্ট্যাটাস # ইসলামিক গল্প #ইসলামিক জীবন #ইসলাম শান্তির ধর্ম #ইসলামিক উক্তি #লাইফ চেঞ্জ মোটিভেশনাল ভিডিও #ইসলামের কাহিনি

Комментарии

Информация по комментариям в разработке