মাওলানা যিকরুল্লাহ খান সাহেব ডাঃ জাহাঙ্গীর কবিরের ব্যাপারে কি বলেন?

Описание к видео মাওলানা যিকরুল্লাহ খান সাহেব ডাঃ জাহাঙ্গীর কবিরের ব্যাপারে কি বলেন?

ডাঃ জাহাঙ্গীর কবিরের অপচিকিৎসার কিছু নমুনাঃ

১) তিনি ফাস্টিং বা রোযা রাখতে বলেন।
২) তিনি ফাস্টফুড, প্রসেসফুড থেকে দূরে থাকতে বলেন
৩) তিনি ক্ষতিকারক সয়াবিন তেলের বদলে ঘানিভাঙ্গা সরিষার তেল সেবন করতে বলেন।
৪) তিনি অত্যাধিক শর্করা জাতীয় খাবার থেকে দূরে থাকতে বলেন।
৫) তিনি ফাস্টিং এর মাধ্যমে ইন্সুলিন রেজিস্টেন্স দূর করে ডায়বেটিসকে রিভার্স করেন।
৬) তিনি কিছু হলেই পানির মতো ওষুধ খেতে নিষেধ করেন।
৭) তিনি লাইফস্টাইল চেইঞ্জ করতে বলেন।
৮) তিনি রাত ১০/১১ ভিতরেই ঘুমাতে ও স্ট্রেস ফ্রী থাকতে বলেন।
৯) তিনি শরীর চর্চাকে অত্যাধিক গুরুত্ব দেন।
১০) তিনি রোযা ফাস্টিং এর মাধ্যমে মেটাবলিক সিন্ড্রোম দূর করেন।
১১) দিনে ৩০ মিনিট রৌদ্র থেকে ভিটামিন ডি নিতে বলেন।
১২) তিনি পেট ভরে আহার করতে নিষেধ করেন।

দেশের অন্যান্য ভালো ডাক্তাররা এতকিছু বলেনা। উনিই বলেন। তাই উনি খারাপ।

এগুলো অপচিকিৎসা হলে চিকিৎসা কাকে বলে??

কপি

#মাওলানা_যিকরুল্লাহ_খান
#ডাঃ_জাহাঙ্গীর_কবির

Комментарии

Информация по комментариям в разработке