রামের সম্পূর্ণ বংশ পরিচয়:
নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত, আজ আপনাদের শোনাবো সৃষ্টির আদি থেকে ভগবান রামচন্দ্রের সম্পূর্ণ বংশ পরিচয়। তথ্যগুলি সংগ্রহ করেছি হেমচন্দ্র ভট্টাচার্য অনূদিত বাল্মীকি রামায়নের অরণ্য কান্ডের, ২৯৮ ও ২৯৯ নং পৃষ্ঠা থেকে।
পিতা দশরথের প্রতিজ্ঞা রক্ষা করতে শ্রীরামচন্দ্র স্ত্রী সীতা এবং অনুজ লক্ষণকে নিয়ে ১৪ বছর বনবাসে ছিলেন। বনবাস কালে মহর্ষি বশিষ্ঠ একদিন রামচন্দ্রকে তার পূর্ব পুরুষদের পরিচয় বর্ণনা করেছিলেন। বশিষ্ঠের বর্ণনা অনুযায়ী সৃষ্টির আদিতে সমগ্র পৃথিবী জলমগ্ন ছিল। পরবর্তীতে জল থেকে স্থলভাগ উত্থিত হলে সৃষ্টি কর্তা ব্রহ্মা প্রাণীকুলের সৃষ্টিতে মনোনিবেশ করেন। প্রথমেই সৃষ্টি হন মহর্ষি মরীচি। মরীচির থেকে কশ্যপ, কশ্যপ থেকে বিবস্বৎ এবং বিবস্বৎ থেকে মনু উৎপন্ন হয়েছিলেন। এই মনুই সমগ্র মানব জাতির পিতা। মনুর থেকে সৃষ্টি হওয়ায় আমরা মানব নামে পরিচিত। মনুর পুত্র ইক্ষাকু ছিলেন অযোধ্যার আদি রাজা। ইনি সমগ্র পৃথিবী জয় করেছিলেন। ইক্ষাকুর পুত্র রূপে জন্মগ্রহণ করেন কুক্ষি। কুক্ষির পুত্র বিকুক্ষি, বিকুক্ষির পুত্র মহাপ্রতাপ বাণ, বাণের পুত্র মহাতেজা অনরণ্য। অনরণ্যের রাজত্বে কোনোদিন খরা, বন্যা, দুর্ভিক্ষ হয়নি, কখনো চোরের উপদ্রব দেখা যায়নি। মোট কথা প্রজারা মহা সুখে দিন যাপন করেছেন। অনরণ্যের পুত্র পৃথু এবং পৃথুর পুত্র ছিলেন ত্রিশঙ্কু। ত্রিশঙ্কু তার জীবদ্দশাতেই সশরীরে স্বর্গে যাবার চেষ্টা করেছিলেন। কিন্তু এক বিশেষ কারণে তাকে স্বর্গ ও মর্ত্যের মাঝামাঝি স্থানে ঝুলে থাকতে হয়েছিল। এই জন্যই কোনো বিষয়ের ফলাফল অমিমাংসিত থাকলে তাকে ত্রিশঙ্কু অবস্থা বলা হয়। সাধারণত ভোটের ফলাফলের সময় এই কথাটি আমরা প্রায়ই শুনে থাকি। ত্রিশঙ্কুর সেই রোমহর্ষক কাহিনী আলোকপাতের পরবর্তী কোনো এপিসোডে প্রচারিত হবে। তাই এখনো আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে পাশের ঘন্টা বাজিয়ে রাখুন। ফিরে আসি রামচন্দ্রের বংশ পরিচয়ে। ত্রিশঙ্কুর পুত্র রূপে জন্মগ্রহণ করেন বিখ্যাত ধুন্ধুমার। এই ধুন্ধুমারের নাম থেকেই 'ধুন্ধুমার কান্ড' নামক প্রবাদ প্রবচনটির সৃষ্টি হয়েছে। ধুন্ধুমারের পুত্র যুবনাশ্ব এবং যুবনাশ্বের পুত্র ছিলেন মান্ধাতা। 'মান্ধাতার আমল' প্রবাদ প্রবচনটিও রঘু বংশীয় রাজা মান্ধাতার নাম থেকে সৃষ্টি হয়েছে। এক অদ্ভুত কারনে মান্ধাতা তার পিতার গর্ভ থেকে জন্ম গ্রহণ করেছিলেন। এই কাহিনীটিও আলোকপাতে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসব। মান্ধাতার পুত্র সুসন্ধি, সুসন্ধির ছিল দুই পুত্র ধ্রুবসন্ধি এবং প্রসেনজিৎ। ধ্রুবসন্ধির পুত্র ভরত এবং ভরতে পুত্র ছিলেন অসিত। অসিত অত্যন্ত সৎ ও ধার্মিক হলেও যুদ্ধ ক্ষেত্রে বেশ দুর্বল ছিলেন। তাই সহজেই তিনি যুদ্ধে পরাজিত হয়ে দুই স্ত্রীকে নিয়ে হিমাচলে চলে যান। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অসিত মারা যাবার সময় তার দুই স্ত্রী গর্ভবতী ছিলেন। ঈর্ষা বশত তারা দুজনই অপরের গর্ভস্থ সন্তানকে হত্যা করার জন্য গোপনে একে অপরের খাবারে বিষ মিশিয়ে দেন। দুই স্ত্রীর একজনের নাম ছিল কালিন্দী। তিনি নিজের গর্ভস্থ সন্তানকে বাঁচাতে চ্যাবন ঋষির স্মরনাপন্ন হন। ঋষির আশীর্ব্বাদে তার গর্ভ রক্ষা পায়। তিনি এক পুত্র সন্তান প্রসব করেন এবং সন্তান প্রসবের সময় সেই বিষ অর্থাৎ গরলও বেরিয়ে আসে। গরল সহ জন্মেছিলেন বলে তার নাম রাখা হয় সগর। সগর রাজার পুত্র ছিলেন অত্যাচারী অসমঞ্জ। এছাড়াও সগরের এক পত্নীর গর্ভ থেকে একবারে ৬০ হাজার পুত্র জন্মেছিল। সেই অদ্ভুত কাহিনী আলোকপাত চ্যানেলে আগেই প্রচারিত হয়েছে। অসমঞ্জের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ এবং দিলীপের পুত্র রূপে জন্মগ্রহণ করেন ভগীরথ। এই ভগীরথই তপস্যাবলে গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে এনেছিলেন। তাই গঙ্গার আরেক নাম ভাগিরথী। এই কাহিনীটিও আলোকপাতে প্রচারিত হয়েছে। ভগীরথের পুত্র ককুৎস্থ এবং ককুৎস্থের থেকে উৎপন্ন হন রঘু। রঘুর নাম থেকেই তার বংশের নায় হয় রঘুবংশ। রঘুর পুত্র প্রবৃদ্ধ যার আরেক নাম কল্লাসপাদ। ইনি অভিশপ্ত হয়ে মাংসাশী রাক্ষসে পরিণত হয়েছিলেন। প্রবৃদ্ধের পুত্র শঙ্খন, শঙ্খনের পুত্র সুদর্শন, সুদর্শনের পুত্র অগ্নিবর্ণ, অগ্নিবর্ণের পুত্র শীঘ্রগ, শীঘ্রগের পুত্র মরু, মরুর পুত্র প্রশুশ্রুক এবং প্রশুশ্রুকের পুত্র ছিলেন অম্বরীষ। অম্বরীষের পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র নাভাগ, নাভাগের পুত্র অজ এবং অজর পুত্র হলেন রাজা দশরথ। রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রূপে জন্মগ্রহণ করেন ভগবান রামচন্দ্র।
YouTube channel👇
/ alokpat
Like our Facebook page👇
/ alokpat4you
Read Blogg as Stories👇
http://alokpat.blogspot.in/?m=1
Instagram👇
/ alokpat4u
Sharechat👉 @alokpat
music: https://www.bensound.com/
Sound effects:
https://www.partnersinrhyme.com/
https://www.soundbible.com/
Green screen effects:
/ @greenhdscreen
Facts you may know from this content:
Ramayana, history of ram, full family history of Rama, who is the father of Rama, grandfather of Rama, রামের বংশ পরিচয়, রঘুবংশ, রামের পিতা, রামের সম্পূর্ণ বংশ পরিচয়, #alokpat, ram janmabhumi, ayodhya, birthplace of Ram, birthplace of Rama, রাম জন্মভূমি, রামের জন্মস্থান, অযোধ্যা,
Информация по комментариям в разработке