বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকালের প্রথম প্রহর, তখন ঘড়ির কাঁটা আটটা ছুঁই ছুঁই। বৃষ্টি মডেল স্কুল কদমতলির আঙ্গিনা সেদিন যেন বিশেষ এক আবেশে ভরে উঠেছিল। প্রতিদিনের মতোই সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, শুরু হলো স্কুলের দৈনন্দিন সমাবেশ। কোরআন তেলাওয়াতের পর ঘোষক মাইকে জানালেন — আজকের ইসলামী সংগীত পরিবেশন করবে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী।
মুহূর্তেই পরিবেশে নেমে এলো এক নীরব, পবিত্র অনুভূতি। ছোট্ট সেই শিক্ষার্থী মাইকের সামনে দাঁড়িয়ে বিনম্র কণ্ঠে শুরু করল নাতে রাসুল —
"লিখতে লিখতে যদি চোখে ঘুম চলে আসে,
স্বপনে এসে দেখা দিও হে রাসূল..."
তার কোমল কণ্ঠে মিশে ছিল এক অদ্ভুত ভালোবাসা, এক অগাধ শ্রদ্ধা। মনে হচ্ছিল যেন পুরো আঙিনাজুড়ে নেমে এসেছে এক প্রশান্তি, এক নূরের পরশ। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী—সবার মুখে তখন নীরব প্রশংসা। কারো চোখে জল, কারো মনে নবীজির প্রতি অগাধ ভালোবাসার স্রোত বইছে।
গান শেষ হলে সমবেত করতালিতে ভরে উঠল আকাশ-বাতাস। প্রধান শিক্ষক মঞ্চ থেকে প্রশংসা করে বললেন,
“এই ছোট্ট শিশুর কণ্ঠে আমরা আজ নবীজির প্রতি ভালোবাসার এক জীবন্ত প্রকাশ দেখলাম। এমন নাতে হৃদয় আলোকিত হয়, আত্মা পরিশুদ্ধ হয়।”
পরে ধর্মীয় শিক্ষক মাওলানা আজিজুর রহমান নবীজির প্রতি ভালোবাসা ও অনুকরণের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, “আমাদের জীবন যেন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গঠিত।”
সমাবেশ শেষে শিক্ষার্থীটি লজ্জিত মুখে নিচে নেমে এল, কিন্তু তার কণ্ঠের সেই সুর যেন থেকে গেল আকাশে ভেসে। সেদিনের সকালের সেই নাতে রাসুল সবার মনে স্থায়ী ছাপ রেখে যায় —
যেন স্বপ্নেও শোনা যায় সেই পবিত্র আহ্বান—
“স্বপনে এসে দেখা দিও হে রাসূল।” 🌸
Bristy Model School Kadamtali,
Model School Kadamtali,
Kadamtali School,
Bristy School Kadamtali,
Bristy School,
English School,
playgroup to class ten School,
বাংলাদেশের খবর,বাংলা সংবাদ,
#বৃষ্টি স্কুল কদমতলী,
playgroup to class ten school,
model school kadamtali,
live stream equipment,
drishti model school kadamtali,
#brishti model school kadamtali,
kadamtali model school kadamtali,
english school
,brishti model school kadamtali,
kadamtali school,
বৃষ্টি স্কুল কদমতলী
Информация по комментариям в разработке