মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য ও সাহিত্যিক। বাংলা সাহিত্য। ৪১তম বিসিএস প্রিলিমিনারি।
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য
==============================================
মুক্তিযুদ্ধকে বিষয় হিসেবে অবলম্বন করে বাংলা ভাষায় অনেক গ্রন্থ রচিত হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর অত্যাচার নির্যাতনের কাহিনী বর্ণনার পাশাপাশি বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার চিত্র এসব গ্রন্থে রূপায়িত হয়েছে। উপন্যাস, কবিতা, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা ইত্যাদি বিষয়ক গ্রন্থে মুক্তিযুদ্ধের কাহিনি চমৎকার ভাষাশৈলীর মাধ্যমে উপস্থাপিত হয়েছে।
==============================================
শওকত ওসমান
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ রচনায় শওকত ওসমানের নাম অগ্রগণ্য। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর ভিত্তি করে রচিত তার কতিপয় গ্রন্থ উল্লেখযোগ্য। বিশেষত মুক্তিযুদ্ধের পরবর্তীকালে স্বল্প সময়ে বাঙালির সংগ্রাম ও সাধনার পরিচয় লিপিবদ্ধ করার জন্য তিনি সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছেন।
------------------------------------------------------------
উপন্যাস : জলাংগী, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য।
------------------------------------------------------------
ছোটগল্পঃ জন্ম যদি তব বঙ্গে, তিন মির্জা, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, রক্তচিহ্ন, জননী, জন্মভূমি, ক্ষমাবতী তার বিখ্যাত মুক্তিযুদ্ধ বিষয়ক ছোট গল্প ।
------------------------------------------------------------
গল্পগ্রন্থ : কালরাত্রি, খণ্ডচিত্র, জয় বাংলার জয়, জন্ম যদি তব বঙ্গে, শেখের সম্বরা।
------------------------------------------------------------
মেজর রফিকুল ইসলাম।
গ্রন্থ : একাত্তরের বিজয় গাথা, প্রতিরোধের প্রথম প্রহর, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, লক্ষ প্রাণের বিনিময়ে, একটি ফুলকে বাঁচাবো বলে।
==============================================
ড. নীলিমা ইব্রাহীম
প্রবন্ধ: ‘আমি বীরাঙ্গনা বলছি' গ্রন্থটি নীলিমা ইব্রাহীমের অন্যতম রচনা। একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক ধর্ষিত, নির্যাতিত নারীর কাহিনী আলোচ্য গ্রন্থের বর্ণিত বিষয়।
------------------------------------------------------------
উপন্যাসঃ যে অরণ্যে আলো নেই
==============================================
হুমায়ূন আহমেদ
উপন্যাস : আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প।
‘আগুনের পরশমণি’ হুমায়ুন আহমেদ রচিত স্বাধীনতা বিষয়ক উপন্যাস। এ ।উপন্যাস অবলম্বনে তারই পরিচালনায় ‘আগুনের পরশমণি' চলচ্চিত্র নির্মিত হয়েছে। যেটি শ্রেষ্ঠ ছবির মর্যাদা লাভ করেছে।
------------------------------------------------------------
অন্যান্য গ্রন্থঃ নির্বাসন, ১৯৭১
==============================================
সুফিয়া কামাল
সুফিয়া কামাল আধুনিক বাংলা সাহিত্যের প্রধান মহিলা কবি। তিনি মহিয়সী নারী হিসেবে পরিচিত। গভীর বেদনাবোধ তার সাহিত্য রচনার অন্যতম বৈশিষ্ট্য।
গ্রন্থ : একাত্তরের ডায়েরি । এটি স্মৃতিকথামূলক গ্রন্থ।
==============================================
সেলিনা হোসেন
----------------------
উপন্যাসঃ যুদ্ধ, হাঙর নদী গ্রেনেড।
----------------------
প্রবন্ধঃ একাত্তরের ঢাকা।
==============================================
সৈয়দ শামসুল হক
উপন্যাসঃ নিষিদ্ধ লোবান, তাঁর ‘নিষিদ্ধ লোবান’ অবলম্বনে ‘গেরিলা’ ছবি নির্মিত হয়। অন্যান্য উপন্যাস গুলি হলো- নীল দংশন, এক যুবকের ছায়াপথ, ত্রাহি।
-----------------------------------------------------------
নাটকঃ পায়ের আওয়াজ পাওয়া যায়।
==============================================
জাহানারা ইমাম
------------------------------------------------------------
স্মৃতিকথাঃ একাত্তরের দিনগুলি
উল্লেখযোগ্য গ্রন্থঃ বুকের ভেতর আগুন, বিদায় দে মা ঘুরে আসি, Of Blood and Fire.
==============================================
এম আর আখতার মুকুল
স্মৃতিকথাঃ আমি বিজয় দেখেছি।
গ্রন্থঃ একাত্তরের বর্ণমালা, ওরা চারজন, জয়বাংলা, বিজয় একাত্তর।
==============================================
হাসান হাফিজুর রহমান (১৯৩২-৮৩)
==============================================
আবদুল গাফফার চৌধুরী
গ্রন্থ : ইতিহাসের রক্ত পলাশ, আমরা বাংলাদেশী বা বাঙালি, বাংলাদেশ কথা কয়।
==============================================
আবদুল্লাহ আল মামুন।
গ্রন্থঃ তোমরাই।
==============================================
মমতাজউদ্দিন আহমদ
গ্রন্থঃ বকুলপুরের স্বাধীনতা, সাত ঘাটের কানাকড়ি ।
==============================================
শাহরিয়ার কবির
গ্রন্থঃ একাত্তরের যীশু
==============================================
তারাশঙ্কার বন্দ্যোপাধ্যায়
উপন্যাসঃ একটি কালো মেয়ের কথা।
==================================
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিত গ্রন্থ
সম্পাদিত গ্রন্থ - সম্পাদক
বাংলাদেশ কথা কয় (১৯৭১) - আবদুল গাফফার চৌধুরী
মুক্তিযুদ্ধের গল্প (১৯৮৩) - আবুল হাসনাত
মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প (১৯৮৫) - হারুন হাবিব।
মুক্তিযুদ্ধের গল্প (১৯৯১) - বিপ্রদাশ বড়ুয়া
==============================================
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
১. আমি বিজয় দেখেছি-এই গ্রন্থের রচয়িতা কে? – এম আর আখতার মুকুল।
২. ‘একাত্তরের চিঠি' কোন জাতীয় রচনা? – মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন।
৩. ‘দুশ ছেষট্টি দিনে স্বাধীনতা' - মুক্তিযুদ্ধ বিষয়ক এ গ্রন্থটির রচয়িতা কে?- মোহাম্মদ নুরুল কাদের।
৪. ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র' নামক গ্রন্থটির সম্পাদক – হাসান হাফিজুর রহমান।
৫. ‘ফেরারী সূর্য’ ও ‘একাত্তরের নিশান' গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? - রাবেয়া খাতুন।
৬. বাংলাদেশ কথা কয়' গ্রন্থের সম্পাদক কে?- আবদুল গাফফার চৌধুরী
৭. ‘একাত্তরের দিনগুলি' কোন জাতীয় সাহিত্যকর্ম? - স্মৃতিকথামূলক
৮. ‘একাত্তরের বিজয় গাথা' গ্রন্থের লেখক কে? - মেজর রফিকুল ইসলাম
Информация по комментариям в разработке