পড়া মনে রাখার সহজ উপায় | How To Memorized Fast And Easily | Study Tips | Dr. Nabil

Описание к видео পড়া মনে রাখার সহজ উপায় | How To Memorized Fast And Easily | Study Tips | Dr. Nabil

পড়া মনে থাকে না বা যা পড়ি সব ভুলে যাই এ সমস্যা ছাত্রছাত্রীদের কমবেশী সবার মধ্যেই আছে। অনেকে সঠিক নিয়মে না পড়ে বেশি পড়েও কয়েকদিন পর তা ভুলে যায়। আবার অনেকে পড়া মনে রাখার জন্য কিছু কৌশল ব্যবহার করে এবং দীর্ঘ সময় পর্যন্ত অবলীলায় মনে রাখতে সক্ষম হয়। সঠিক কৌশল প্রয়োগ করে না পড়লে পড়া ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। পড়া সহজে মনে রাখার কিছু কৌশলঃ

১.আগ্রহ তৈরি
আগ্রহ নিয়ে পড়তে বসা। খেলা বা মুভি দেখার সময় আপনি যেমন আগ্রহ ও জেতার আসা নিয়ে বসেন তেমনি পড়ার সময়ও নিজের ভিতর থেকে আগ্রহ তৈরি করতে হবে।

২.কনসেপ্ট ট্রি
পড়া মনে রাখার ভালো কৌশল হলো কনসেপ্ট ট্রি। এ পদ্ধতিতে কোন একটি বিষয় শিখার আগে পুরো অধ্যায়টিকে সাতটি অংশে ভাগ করে প্রতিটি অংশের জন্য একটি লাইন করে সারমর্ম লিখতে হবে। তারপর খাতায় একটি গাছ একে সাতটি সারমর্মকে গাছের এক একটি পাতায় লিখে রাখতে হবে। তারপর পাতাগুলোতে প্রতিদিন চোখ বুলালেই আধ্যায়টি সম্পর্কে একটি পুর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। এটি একটি পরিক্ষিত বৈজ্ঞানিক ধারণা

৩.কী ওয়ার্ড
যে কোন বিষয়ের কঠিন অংশগুলো ছন্দের আকারে খুব সহজে মনে রাখা যায়। ইংরেজী ‘লেফটেনেন্ট’((Lie,u,ten,ant) ) শব্দটির বানান মনে রাখতে ‘মিথ্যা তুমি দশটি পিপিলিকা’ মনে রাখলেই বানানটি হয়ে যাবে।

৪.অল্প অল্প করে মনোযোগ দিয়ে পড়া
কোন কিছু মনে রাখতে হলে তা বিভিন্ন অংশ বা সেগমেন্টে ভাগ করে পড়া বেশ উপকারী। যেমন: ৪৬৭৮৯০ এ সংখ্যাটি মনে রাখা যতটা সহজ তার চাইতে ৪৬৭ এবং ৮৯০ মনে রাখা আরও বেশী সহজ।
৫.লিখে পড়ার অভ্যাস
লিখে পড়লে আমাদের ব্রেনের অনেক বেশি এলাকা উদ্দীপ্ত হয়। লেখার সাথে ব্রেনের যে অংশগুলো জড়িত তা তথ্যকে স্থায়ী মেমোরীতে রূপান্তর করতে সহায়তা করে। এছাড়া মানুষ কোন কিছু লিখতে চাইলে উক্ত বিষয়ের প্রতি মনোযোগ বেড়ে যায় যা স্থায়ী মেমোরি তৈরিতে সহায্য করে।

৬.মার্কার ব্যবহার করা
অনেকে পড়ার সময় মার্কার ব্যবহার করে এটা বেশ কার্যকর। কারণ যখন কোন কিছু মার্ক করা হয় তখন ঐ শব্দ বা বাক্যের উপর আগ্রহ ও আকর্ষণ বেড়ে যায়।

৭.সন্ধ্যার পর পড়াশোনা করা
বিভিন্ন গবেষণায় দেখা গেছে সকাল দশটার আগে মানুষের ব্রেন ক্রিয়াশীল হয় না। এই সময়ের পর থেকে ধীরে ধীরে ব্রেনের ক্রিয়াশীলতা বাড়তে থাকে

৮.পর্যাপ্ত ঘুম
ব্রেন মূলত স্মৃতি তৈরির কাজ করে ঘুমের ভিতর। গবেষণায় দেখা গেছে সারাদিনের কাজ বা ঘটনাগুলো ঘুমের সময় মেমোরিতে রূপান্তরিত হয়। ফলে যে কোন তথ্য মেমোরিতে রূপান্তরিত করতে চাইলে পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত ঘুমাতে হবে।

৯.মুখস্থ বিদ্যাকে না বলা
মুখস্থ বিদ্যা চিন্তাশক্তিকে অকেজো করে দেয়। পড়াশোনার আনন্দও মাটি করে দেয়। কোন কিছু না বুঝে মুখস্থ করলে সেটা বেশিদিন স্মৃতিতে ধরে রাখা যায় না।

১০.রিভাইজ
গবেষণায় দেখা গেছে আমরা আজকে সারাদিন যত কিছু পড়ি শুনি জানি বা দেখি তা পাঁচ দিন পর চার ভাগের তিন ভাগই ভুলে যাই। এ ভুলে ঠেকানোর জন্য রিভাইজ দেয়া। রিভাইজ দিলে দীর্ঘদিন মনে থাকবে।

Instructor : Dr. Nabil

Stay Connected With Us!!
► Subscribe Us:    / @drnabil999  
► Like us on Facebook:   / drnabil4u  
► Email: [email protected]
► Helpline:01717-377737 /01315-232000. (10.00 A.M --7.00 PM)
________________________________________________
Thanks For Watching
Please Hit the Like button
Subscribe To Our Youtube Channel
____________________________________________

#Banglastudytips #Memorizetips #studytips #readeffectively #LIFESOLUTION motivationalvideo #bcs #drnabil #tricks
___________________________________________

Keyword:
পড়া মনে রাখার সহজ ও বৈজ্ঞানিক উপায়
পড়া মনে রাখার উপায়
পড়া মনে রাখার কার্যকরী কৌশল
পড়া মনে রাখার মন্ত্র
পড়া মনে রাখার খাবার
মনে রাখার ঔষধ
পড়া মনে রাখার সূরা
কম সময়ে বেশি পড়া মনে রাখার সহজ কৌশল
মনে রাখার গোপন রহস্য
পড়া মনে রাখার সহজ ও বৈজ্ঞানিক উপায়।
study tips
study skills
how to study effectively
how to learn studies easily
how to read effectively
how to remember what you read
bangla study
motivation video bangla
memory tips
study motivation
how to study
bangla motivational video
motivational video
পড়া মনে রাখার কৌশল
পড়া মনে রাখার কয়েকটি বৈজ্ঞানিক কৌশল
মনে রাখার সহজ উপায়
how to memorize fast and easily
how to concentrate on studies
study tips bangla
how to, bangla study tips
dr. nabil bcs
dr. nabil sir
dr. nabil channel
motivational speech
motivational speech bangla

Комментарии

Информация по комментариям в разработке