তেহট্টে প্রেমিকের সাথে পালাতে গিয়ে ধরা পড়ল বৌ।। Tehatta ।। Nadia ।।

Описание к видео তেহট্টে প্রেমিকের সাথে পালাতে গিয়ে ধরা পড়ল বৌ।। Tehatta ।। Nadia ।।

তেহট্টে প্রেমিকের সাথে পালাতে গিয়ে ধরা পড়ল বৌ।স্বামীর সাথে ডাক্তার দেখাতে গিয়ে স্বামীকে ফেলে স্ত্রী পালিয়ে গেল প্রেমিকার সাথে,ধরা পড়েও নানা অজুহাতে আবার পালানোর চেষ্টা ঘটনাটি ঘটে নদীয়া জেলার তেহট্ট জিৎপুর মোড়ে। নিশ্চিন্তপুরের বাসিন্দা পিন্টু মণ্ডল নিজের তার স্ত্রীকে নিয়ে গত বৃহস্পতিবার পলাশীপাড়ায় ডাক্তার দেখাতে গেলে, সেখান থেকে তার স্ত্রী গোপীনাথপুর দাসপাড়ার বাসিন্দা তথা প্রেমিক অজয় মন্ডলের সাথে পালিয়ে যায় এর পরে নবদ্বীপ থানার থেকে খবর আসে তার স্ত্রী ধরা পড়েছে এবং তাকে যেন নিয়ে যাওয়া হয। এর পরে পিন্টু মণ্ডল তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে তেহট্ট জিতপুর মোড়ে আসতেই পিন্টু মন্ডলের স্ত্রী মিষ্টি কেনার নাম করে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তার স্বামী তাকে ধরে ফেলে এবং স্থানীয়রা খবর দেন তেহট্ট থানায়। এরপরে তেহট্ট থানার পুলিশ এসে তাদেরকে নিয়ে যায় তেহট্ট থানায়। আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন।


Tehatta.


Nadia.

Комментарии

Информация по комментариям в разработке