Ei duni ta putul Kala/ এই দুনিয়াটা পুতুল খেলা Vandari

Описание к видео Ei duni ta putul Kala/ এই দুনিয়াটা পুতুল খেলা Vandari

Ei duni ta putul Kala Vandari
এই দুনিয়াটা পুতুল খেলা
কথ, সুর ও শিল্পী: আশরাফুল আলম ভান্ডারি

এই দুনিয়াটা পুতুল খেলা
খেলাত নয়রে বাবা রঙের মেলা
কিছু হাসি কিছু কান্নার মেলা
এই দুনিয়াটা পুতুল খেলা ।।

এক দিন ছিলাম পুতুল
আবার হবো পুতুল
মায়ে ধুলা বালু ঝেরে দিয়া
টান দিয়া কোলে লইয়া (২)
মুখেতে চোমা দিয়া বাঁসিতো ভালা।।

কেউ বলবে আল্লা আল্লা
কেউ কাদবে হাইরে হাই (২)
কেউ কাটিবে মাঠি
কাচা বাঁশের পালকী (২)
তোইলা নিয়ে জাবে নতুনো দোলা

এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা।।

সেতো বড় জ্বালা
ওরে মন পাগেলা
সেতো বড় জ্বালা
ওরে মন পাগেলা

দিবা নিশি বসে গাথি
বিরহের মালা

এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা

খেলাতো নয়রে বাবা রঙের মেলা
খেলাতো নয়রে বাবা রঙের মেলা
কিছু হারি কিছু কান্নার মেলা

এই দুনিয়াটা পুতুল খেলা
এই দুনিয়াটা পুতুল খেলা

Комментарии

Информация по комментариям в разработке