বিদায়-বেলায় | কাজী নজরুল ইসলাম | Bidaya Belaya | Kazi Nazrul Islam | কণ্ঠ: অমল দাস I Amal Das

Описание к видео বিদায়-বেলায় | কাজী নজরুল ইসলাম | Bidaya Belaya | Kazi Nazrul Islam | কণ্ঠ: অমল দাস I Amal Das

কবিতা: বিদায়-বেলায়
কবি: কাজী নজরুল ইসলাম
কণ্ঠ: অমল দাস
Bidaya Belaya
Kazi Nazrul Islam
Voice: Amal Das

বিদায়-বেলায়
কাজী নজরুল ইসলাম

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না।
ঐ কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না ।।

হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
দেখি আর শুধু হু-হু করে বুক।
চলার তোমার বাকী পথটুক্-
পথিক! ওগো সুদূর পথের পথিক-
হায়, অমন ক’রে ও অকরুণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,
ওগো আঁখির সলিলে ছেয়ো না ।।

দূরের পথিক! তুমি ভাব বুঝি
তব ব্যথা কেউ বোঝে না,
তোমার ব্যথার তুমিই দরদী একাকী,
পথে ফেরে যারা পথ-হারা,
কোন গৃহবাসী তারে খোঁজে না,
বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?
দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?
এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!
তবে জান কি তোমার বিদায়- কথায়
কত বুক-ভাঙা গোপন ব্যথায়
আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-
পথিক! ওগো অভিমানী দূর পথিক!
কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো
মিছে ব্যথা পেয়ে যেয়ো না,
ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না ।।

Комментарии

Информация по комментариям в разработке