খাগড়াছড়ি পার্ক। খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক । খাগড়াছড়ির দর্শনীয় স্থান

Описание к видео খাগড়াছড়ি পার্ক। খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক । খাগড়াছড়ির দর্শনীয় স্থান

খাগড়াছড়ি পার্ক। খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক । খাগড়াছড়ির দর্শনীয় স্থান

নৈসর্গিক সৌন্দর্যের লীলা নিকেতন, নানা বৈচিত্র্য, পাহাড়ী ঝর্ণাধারা আর সবুজের সমাহারপূর্ণ খাগড়াছড়ি পার্বত্য জেলার হর্টিকালচার পার্ক(Horticulture Park), খাগড়াছড়ি।। এখানে পাহাড়ের কোল ঘেঁসে ঘুমিয়ে থাকে শান্ত জলের হ্রদ, নদী বয়ে চলে তার আপন মনে। সীমানার ওপাড়ে নীল আকাশ মিতালী করে হ্রদের সাথে, চুমু খায় পাহাড়ের বুকে। এখানে চলে পাহাড় নদী আর হ্রদের এক অপূর্ব মিলনমেলা যেখানে প্রকৃতি কথা বলে কবিতার ভাষায়। নদীর বাঁকে বাঁকে বাতাস সুর তোলে আপন মনে, গায় সুন্দরের গান। চারপাশ যেন আঁকা কোন জল রঙের ছবি। এখানে হাজার রঙের প্রজাপতি খেলা করে সবুজের মাঝে, রাতের আঁধারে দীপ জ্বেলে যায় লক্ষ কোটি জোনাকীর দল। এখানকার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে অদেখা এক ভূবন যেখান আপনার জন্য অপেক্ষা করছে নয়ানাভিরাম দৃশ্যপট। এ জেলার বৈচিত্র্যময় জীবনধারা ও প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে বিমোহিত করে।

হর্টিকালচারে যা রয়েছেঃ
ঝুলন্ত ব্রীজ।
কিডস জোনে শিশুদের খেলাধুলার সুবিধাদি।
সবুজ বেস্টনী ও কৃত্রিম হ্রদ।
পিকনিক স্পট।
গেস্টহাউজ ও হলরুমের ব্যবস্থা রয়েছে।
ফুড জোনে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশনা।
ওপেন স্টেজে বিভিন্ন অনুষ্ঠানের সুযোগ।
বার্ডস পার্ক ও অবজারবেশন টাওয়ার (প্রস্তাবিত)।
_______________________________________________________________________________
#shofiqul_islam_vlogs#খাগড়াছড়ি_পার্ক
________________________________________________________________________________
________________________ Follow me and contact me: --------------------------------
►facebook: https:➜ //web.facebook.com/msc.mithu
►facebook page:➜   / shofiqulislamvlogs  
►twitter:➜   / msc_mithu  
►instragram:➜   / shofiqul_islam_mithu  
►Gmail:➜ [email protected]

____________________________Thank you visit my channel______________________

Комментарии

Информация по комментариям в разработке