আমার ওয়ারেন্ট কেনো তুলে নিলে না। আমি নেতাজি। পরাক্রম দিবস। জয় হিন্দ

Описание к видео আমার ওয়ারেন্ট কেনো তুলে নিলে না। আমি নেতাজি। পরাক্রম দিবস। জয় হিন্দ

কবিতা - আমার ওয়ারেন্ট কেন তুলে নিলে না
কন্ঠে - সৌমি দাস
কলমে - রঞ্জনা দাস

আমি তোমাদেরই সংগ্রামী বীর
বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বোস।
ভারত মা তোমার স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে হেঁটেছি বহু ক্রোশ,
ব্রিটিশ রাজের চোখের ধুলো দিয়ে আমি,
বারবার হয়েছি অন্তর্ধান ,আমি স্বাধীনতা কামি।
১১ বার বন্দী করেছ পরাধীনতার শেকল,
মা তোমার স্বাধীনতার আমরণ পন, কারাগারের খুলেছে আগল।
ভারত মা তোমার জন্যেই তোমাকে করেছি ত্যাগ ,ধরেছি কামান,
কাবুল হয়ে রাশিয়া হয়ে জার্মানি জাপান।
ভারত মা তুমি পেলে স্বাধীনতা
তবুও মুক্ত করলে না আমার পরাধীনতা,
আমার ওয়ারেন্ট কেন তুলে নিলে না!
একবার ইচ্ছা তোমাকে দেখার স্বাধীন দেশমাতা,
ইচ্ছা ,স্পর্শ করার তোমার মাটি ,তোমার দুটি পা
আমি দেশদ্রোহী এখন আর না।।
তোমার লক্ষ লক্ষ বীর সংগ্রামী সন্তান,
রক্তের বিনিময়ে করলো তোমার স্বাধীনতার উত্থান।
ব্রিটিশ শক্তির পরাধীনতার শেকল ছিঁড়ে,
ছিনিয়ে নিয়েছে স্বাধীনতার সন্মান।।
তবুও তোমার কাছে আমি রয়ে গেলাম অন্তর্ধান!
ভগৎ সিং এর ফাঁসি !সে তো আমারও ফাঁসি!
তাই ,বিরোধিতা করেছি অহিংস সত্যাগ্রহ ,আরউইন হে ভারতবাসী।
তাই আমি দেশদ্রোহী!
আমার পরাধীনতা কেন মুক্ত করলে না?
আমার ওয়ারেন্ট কেন তুলে নিলে না!
আমি তোমার মাটিতে বারবার হয়েছি কারারুদ্ধ গৃহবন্দি।
চক্রব্যূহের বুঝিনি কলা কৌশল, বুঝিনি লক্ষণের গণ্ডি,
বুঝিনি তোমার মাটিতে ফিরে আসার অভিসন্ধি।।
চলো দিল্লি, দিল্লি চলো স্লোগানে আজাদ হিন্দ বাহিনী,
দিল্লির মসনদে লোভে ওরা দেশে ফেরেনি।
রাজা সাজার নেই আকাঙ্ক্ষা ,নেই আসক্ত
আমি নেতাজি, আমি দেশমাতা পুজি! আমি দেশ মাতার ই ভক্ত।।
অখন্ড ভারতের স্বপ্ন দেখেছিল ফরওয়ার্ড বাহিনী।
ব্রিটিশের থেকে খণ্ড ভারত মাকে ফেরত নিতে চায়নি।
এবার বার্লিন থেকে নয় ভারতের মাটিতে বলতে চাই,"আমি সুভাষ বলছি, আমি বেঁচে আছি"
১৯৪৭
তুমি পেলে স্বাধীনতা কত না !
আমার পরাধীনতা তুমি মুক্ত করলে না
আমার ওয়ারেন্ট কেন তুলে নিলে না!
আমাকে তোমরা রক্ত দাও আমি দেবো স্বাধীনতা।
একবার হলেও মুক্ত কর আমার পরাধীনতা।
জয় হিন্দ

Комментарии

Информация по комментариям в разработке