আমার শাশুড়ী বলে ঘরে মানুষ থাকতে বাহিরের লোক লাগবে কেন

Описание к видео আমার শাশুড়ী বলে ঘরে মানুষ থাকতে বাহিরের লোক লাগবে কেন

মানুষের জীবনে ভুল থাকবেই , আগেও ছিলো । কিন্ত যদি মানুষ নিজের ভুলগুলো সবার সামনে প্রকাশ করতো তাহলে একই ভুল বার বার হতো না , হলেও তা খুব কম হতো ।।

আমরা চেস্টা করছি সমাজের সেই ভুলগুলো সবার সামনে তুলে ধরার জন্য যার জন্য আমরা সেগুলো গল্প আকারে নির্দিস্ট আঁটিস দিয়ে সাবলীল , পরিমার্জিত ভাষায় তৈরি করেছি । আমরা কোন বাজে কথা ইউজ করি নাই । যেটা শুনলে কারো খারাপ লাগতে পারে এমন কোন কথাও বলা হয়নি ।।

শুধু ঘটনা সুন্দরভাবে উপস্থাপনা করতে যতোটুকু প্রয়োজন ততোটুকুই প্রকাশ করা হইছে ।।



আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন - আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ।


সমাজে যেনো একই ভাল বার বার না হয় সেজন্য সবার দায়িত্ব আছে - সেগুলো সবার পালন করা উচিত ।।

Комментарии

Информация по комментариям в разработке